• বাংলায় BJP ক্ষমতায় আসতে ভরসা শুধুই SIR? ভোট শতাংশে শুভেন্দুরা যে অঙ্ক কষছেন
    আজ তক | ১৫ অক্টোবর ২০২৫
  • বাংলায় আসন্ন SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। বিশেষত, বিজেপি চাইছে SIR যাতে ঠিকমতো হয়। তাতেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় টুক করে ঢুকে পড়া সব অনুপ্রবেশকারীদের বের করা দেওয়া সম্ভব হবে। এর ফলে অ্যাডভান্টেজে থাকবে বিজেপি। 

    আর এই তথ্য বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও বলেছেন। তাঁদের মতে, বাংলায় SIR হলেই ভাগ্য বদলে যাবে বঙ্গ বিজেপির। এর ফলে অবৈধ মুসলিম ও রোহিঙ্গাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। আর এরাই মূলত তৃণমূলের ভোটার। তাতেই ভোট যুদ্ধে এগিয়ে যাবে বিজেপি বলে মনে করছেন তাঁরা।   

    কী বলেন শুভেন্দু? 
    তিনি বলেন, 'সঠিক ভাবে SIR হলে, গত ১০-১২ বছরে যে ভাবে বাংলাদেশি মুসলমান ঢুকেছে, তাতে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।' 

    তবে তাঁর আশঙ্কা, পশ্চিমবঙ্গে হয়তো BLO-রা ঠিকমতো কাজ করতে পারবে না। যার ফলে কিছুটা প্রতিকূলতা থাকতে পারে। কিন্তু তাঁরা লড়বেন। সেই লড়াইতে নিশ্চিতভাবে SIR-যুদ্ধে এগিয়ে যাবেন তাঁরা। 

    তিনি আরও জানান, তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের তফাত খুবই কম। লোকসভা নির্বাচনের নিরিখে সেটা ৪ থেকে ৫ শতাংশ। তাই SIR হলেই এই ফারাক মুছে যাবে বলে তিনি মনে করেন। যার ফলে জয় পাবে বিজেপি। 

    পরিসংখ্যানের দিকে একবার রাখা যাক চোখ
    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করে তৃণমূল কংগ্রেস। তাঁরা ২৯৪-এর মধ্যে ২১৩টি আসন পায়। ভোট পেয়েছিল ৪৮ শতাংশ। অপরদিকে বিজেপির ভোট ছিল ৩৮ শতাংশ। তারা জেতে ৭৭টি সিট। অর্থাৎ সোজাসুজি ভরাডুবি।

    তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট শতাংশের ব্যবধান অনেকটাই কমে যায়। এই ভোটে তৃণমূল ৪৫.৮ থেকে ৪৬.২-এর মতো। অপরদিকে বিজেপি মোটামুটি ৩৮.৭ থেকে ৩৯.১ শতাংশ ভোট পয়েছে। সিটের ক্ষেত্রে বিজেপি ১২টি এবং তৃণমূল পেয়েছে ২৯টি। 

    তাহলে কি SIR-ই জিতিয়ে দেবে বিজেপিকে? 
    শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরার যতই বলুন না কেন, শুধুমাত্র SIR-এর উপর বাজি ধরে বিধানসভার বৈতরণী পার করা কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে একটা কথা ঠিক, SIR-এ যদি ঠিকঠাক হয়, তাহলে কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকবে বিজেপি। তবে তারপরও ভোট জিততে হবে সংগঠনের উপর ভর করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    যদিও এই সব তথ্যের কচকচানিতে বিশ্বাসী নয় তৃণমূল। তাঁরা আশাবাদী সংগঠনের জোরেই জিতবে তৃণমূল।


     
  • Link to this news (আজ তক)