নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর থেকে পাকাপাকি ভাবে বিদায় নিল বর্ষা। বুধবার সকালে কলকাতার আকাশ রয়েছে মূলত পরিষ্কার। গত কয়েকদিনের আর্দ্রতা ও হালকা মেঘলা আবহাওয়ার পর এদিন চাঁদি ফাটাচ্ছে রোদ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া প্রবেশ করছে, যার ফলে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে এখনই হেমন্তের ছোঁয়া অনুভব করতে শুরু করেছে কলকাতা।