• রোগ সারানোর নামে নাবালিকার যৌন হেনস্তা, তেলেঙ্গানায় গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু
    প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ নাবালিকার অসুখ সারানোর নামে যৌন হেনস্তার অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। মঙ্গলবার এই গ্রেপ্তারির তথ্য প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ত্রমন্ত্রের দ্বারা সব অসুখ সারিয়ে দেওয়া হবে। নাবালিকার পরিবারকে এমনটাই আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত ধর্মগুরু। সেইমতো গত ৯ অক্টোবর নির্মল জেলায় এক নদীর তীরে পূজাপাঠ করেন। এরপর ১১ অক্টোবর আদিলাবাদে ওই পরিবারের বাড়িতে ওঠে অভিযুক্ত। পরিবারকে জানায়, পুরোপুরি সুস্থ করতে গেলে মেয়েটির সঙ্গে একান্তে কিছু রীতি পালনের প্রয়োজন রয়েছে। এরপর মেয়েটিকে নিয়ে একটি ঘরে ঢুকে যান ওই ধর্মগুরু। অন্য ঘরে অপেক্ষা করতে থাকে মেয়েটির পরিবার। অভিযোগ, সেখানেই নাবালিকার যৌন হেনস্তা করে ওই ধর্মগুরু।

    মেয়েটির পরিবারের দাবি, যৌন হেনস্তার পর নাবালিকাকে হুমকি দেওয়া হয় এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য। কাউকে কিছু জানালে অসুখ সারবে না। এদিকে ধর্মগুরুর কুকীর্তির কথা জানতে পেরে নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো তদন্তে নামে পুলিশ। গত মঙ্গলবার আদিলাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই ধর্মগুরুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)