• তেলের ট্যাঙ্কারের সঙ্গে অটোর সংঘর্ষ, হলদিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৫
  • বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা হলদিয়ায়। যাত্রিবাহী অটোকে ধাক্কা তেলের ট্যাঙ্কারের। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের নাম রঞ্জনা প্রামাণিক (৪৫), সুরেশ মণ্ডল (৫৯)। এছাড়াও অটোর চালক-সহ তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা গিয়েছে, হলদিয়ার রানিচকে ৭ জন যাত্রী নিয়ে সিটি সেন্টারের অভিমুখে যাচ্ছিল অটোটি। হলদিয়া উড়ালপুরের দিক থেকে একটি তেলের ট্যাঙ্কার আসার সময়ে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর সঙ্গে। দুমড়ে মুচড়ে যায় অটোটি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দু’জনের মধ্যে রঞ্জনা প্রামাণিকের বাড়ি নন্দীগ্রামের গাংড়া এলাকাতে। সুরেশ মণ্ডল বিষ্ণু রামচক এলাকার বাসিন্দা।

    দু’জন যাত্রী সামান্য আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিন জন যাত্রী তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হলদিয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় দীৰ্ঘদিন ধরেই বেপরোয়া গাড়ির যাতায়াত বেড়েছে। পুলিশ প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে দাবি স্থানীয়দের।

  • Link to this news (এই সময়)