• নির্যাতিতার বন্ধুকে তোলা হলো আদালতে, মামলা লড়তে রাজি হলেন না কোনও আইনজীবী
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৫
  • ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া সহপাঠী ছাত্রের হয়ে সওয়াল করতে নারাজ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। বুধবার ওই ছাত্রকে আদালতে হাজির করানো হয়। এর আগে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্তের হয়েও আদালতে সওয়াল করতে চাননি ওই আদালতের আইনজীবীরা।

    দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ঘৃণ্য অপরাধের জন্য ধৃতদের হয়ে কোনও আইনজীবী আদালতে দাঁড়াবেন না।’

    ১০ অক্টোবর রাতে দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। মেডিক্যাল কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ঘটনার দিন রাত ৮টা নাগাদ কলেজের গেট দিয়ে বেরিয়েছিলেন তরুণী। ৯টা নাগাদ ওই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসে ঢোকেন।

    এই ঘটনার পরে দফায় দফায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছিল। এরই মধ্যে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন নির্যাতিতা। সহপাঠীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয় ওই দিনই। সাংবাদিক সম্মেলন করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, রাত ৮টা নাগাদ নির্যাতিতার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

    ওডিশার জলেশ্বর থেকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে আসেন বছর ২৩-এর ওই তরুণী। ঘটনার পরে গত শনিবার, ১১ অক্টোবর তাঁর বাবা নিউ টাউনশিপ থানায় গণধর্ষণের অভিযোগ জানান। তবে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানান, নির্যাতিতা ছাত্রী যে বয়ান দিয়েছেন, সেই অনুযায়ী একজন তাঁকে ধর্ষণ করেছে। বাকিদের ভূমিকা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)