• মেঝের নীচে রয়েছে কেউটের সংসার! ঘুণাক্ষরেও টের পাননি বাসিন্দারা
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৫
  • এই সময়, তমলুক: বেশ নিশ্চিন্তেই ছানাপোনা নিয়ে কংক্রিটের মেঝের ফাটলে বাস করছে ছ'ফুটের কেউটে। ঘুণাক্ষরেও টের পাননি পূর্ব মেদিনীপুরের গড়ময়না গ্রামের বাসিন্দা আকবর আলি ও আনোয়ারা বিবি। সোমবার সন্ধেয় আনোয়ারা ঘর পরিষ্কার করতে গিয়ে প্রথমে সাপের তিনটি খোলস মেঝেতে পড়ে থাকতে দেখেন।

    তারপরেই দেখতে পান কয়েকটি বাচ্চা সাপ কিলবিল করছে ঘরের কোণে। সঙ্গে সঙ্গে দু'টি সাপ মেরে ফেলেন তিনি। আনোয়ারা জানিয়েছেন, ভয়ে প্রায় হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আশেপাশে নজর ঘোরাতেই তিনি দেখতে পান আরও কয়েকটি সাপের বাচ্চা। আতঙ্কে সঙ্গে সঙ্গে তিনি আকবরকে খবর দেন। তিনি ঘরে ফিরেই সাপের কথা জানতে পারেন। কিলবিল করে ঘরের কোণে ঘুরতে থাকা বেশ কয়েকটি বাচ্চা সাপ মেরে ফেলেন আকবর।

    রাতে কী ভাবে পাঁচ বছরের ছোট মেয়েকে নিয়ে ঘরে থাকবেন তা ভেবে পাচ্ছিলেন না আনোয়ারা ও আকবর। সারারাত প্রায় জেগেই কাটান তাঁরা। মঙ্গলবার সকাল হতেই আকবর ডেকে আনেন গ্রামের জলচকের সাপুড়ে বলাই মান্নাকে। তাঁরা খোঁজ করতেই দেখতে পান আকবরের ঘরের মেঝেতে যে ফাটল রয়েছে তার নীচেই নিশ্চিন্তে বাসা বেঁধে রয়েছে ছ'ফুটের কেউটেটি। সেখানেই ছানাপোনা আর ডিম নিয়ে বসেছিল বিষধর। মেঝে ভেঙে ১০ থেকে ১২টি সাপের বাচ্চা ২৫টি ডিম এবং সেই ছ'ফুটের কেউটে সাপটিকে ধরা হয়।

  • Link to this news (এই সময়)