• জলপাইগুড়ি শহরের মাঝে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড, প্রতিবাদে সরব বাসিন্দারা
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের মাঝেই গড়ে উঠেছে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। প্রতিবাদে সরব হয়েছে তাঁরা। আজ, বুধবার সকালে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করেন শহরের বিভিন্ন স্তরের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ি শহরের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের পাশে করলা নদীর পাড়ে মোহন বাগান অ্যাভিনিউয়ের পাশে যথেচ্ছভাবে বর্জ্য ফেলা হচ্ছে। এর জেরে এলাকাটি কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। ওই এলাকার পাশেই রয়েছে একটি স্কুল। দুর্গন্ধের জেরে ছাত্রছাত্রীরা যাতায়াতও করতে পারছে না। করলা নদীর পাড়ে আগে অনেকে হাঁটতে আসতেন। কিন্তু দুর্গন্ধের জেরে এখন আর কেউ আর কার্যত এ পথ মাড়াতে চান না। এ বিষয়ে পরিবেশ দূষণের পাশাপাশি দৃশ্যদূষণ চললেও পুরসভার কোনও হেলদোল নেই বলে অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, ওই এলাকায় সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড। ২০২১ সাল থেকেই সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। বিধানসভা ভোটের মুখে এই আন্দোলনের মানে কী? ওই এলাকায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে শেড করা হচ্ছে, যাতে ওখান থেকে বর্জ্য থেকে দুর্গন্ধ না ছড়ায়। ওই এলাকায় একটা খাসজমি রয়েছে। সেখানে প্রমোটিং করার চক্রান্ত রয়েছে। জলপাইগুড়ি শহরের দু'লাখ মানুষের বাস। রোজ বিপুল বর্জ্য উৎপন্ন হয়। সেই বর্জ্য ওখানে পৃথকীকরণ করা হয়। এরপর সেখান থেকে বর্জ্য নিয়ে চলে যাওয়া হয় বালাপাড়ায়। সেখানে বর্জ্য থেকে সার তৈরি শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)