• আলিপুরদুয়ারে অ্যাসিড হামলার শিকার গৃহবধূ, পরকীয়া সম্পর্কের জেরেই মর্মান্তিক পরিণতি?
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার রাতে অ্যাসিড হামলার শিকার হলেন নিউ আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন বিজি রোডের এক গৃহবধূ। জখম মহিলার বয়স পঞ্চাশের কাছাকাছি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত টোটো চালক ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে হাতেনাতে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি ব্যারাকপুরে। বেশ কয়েক বছর হল তিনি আলিপুরদুয়ারে এসে টোটো চালাচ্ছিলেন। কিন্তু কেন ওই ব্যক্তি মহিলার মুখে অ্যাসিড ছুঁড়লেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কোন ব্যক্তিগত আক্রোশে নাকি অন্য কোন কারণে এই ঘটনা তা বুধবার পর্যন্ত জানা যায় নি। তবে পুলিশ সূত্রে খবর, বিবাহবহির্ভূত কোন সম্পর্কের কারণে এই ঘটনা ঘটতে পারে। স্হানীয়রাও সেদিকেই ইঙ্গিত করেছেন।জানা গিয়েছে, বিজি রোডে ওই মহিলা একটি হোটেল চালাতেন। মঙ্গলবার রাত ১১টার একটু পর মহিলা হোটেল বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। তখনই এক ব্যক্তি আচমকা তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি মহিলার হোটেলের পাশে ঘাপটি মেরে ছিলেন। ঘটনার পর আক্রান্তের চিৎকার শুনে আশপাশের দোকানিরা ছুটে আসেন। স্হানীয় ব্যবসায়ীরাই জখম মহিলাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে মহিলার চিকিৎসা করা হচ্ছে। জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, “মহিলার মুখের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। চিকিৎসা চলছে।”স্হানীয়দের দাবি, ওই গৃহবধূর সঙ্গে ওই টোটো চালকের যে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে তা এলাকার কারও অজানা নয়। নাম জানাতে অনিচ্ছুক স্হানীয় এক দোকানদার যুবক বলেন, “আমরাই চিৎকার শুনে জখম মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাই। মহিলার সঙ্গে টোটো চালকের সম্পর্ক আছে। নিশ্চয় দু’জনের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়েছে।” এদিকে, বুধবার ধৃতকে পুলিশ আলিপুরদুয়ার আদালতে তোলে। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “অ্যাসিড ছোড়ার অভিযোগে অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
  • Link to this news (বর্তমান)