সংবাদদাতা, হলদিয়া: বুধবার হলদিয়ায় অটো ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। জখম হয়েছেন আরও ৫ জন।পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুরেশ মণ্ডল(৫৯), বাড়ি টাউনশিপের বিষ্ণুরামচক এবং রঞ্জনা প্রামানিক(৪৫), তাঁর বাড়ি নন্দীগ্রামে।স্থানীয় সূত্রে দাবি, হলদিয়ার চিরঞ্জীবপুর সংলগ্ন ফ্লাইওভারের কাছে রেলক্রশিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামার সময় যাত্রীবোঝাই অটোতে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনায় ৭জন জখম হন। এরমধ্যে ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় সুরেশ মণ্ডলের। জখমদের মধ্যে ৩ জনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোটের কারণে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।