চিরাগের দাবি মানলেন না নীতীশ! বিহারে জেডিইউ-র প্রথম তালিকায় ৫৭ প্রার্থীর নাম
প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে প্রথম দফায় প্রার্থীতালিকা প্রকাশ করল নীতীশ কুমারের দল জেডিইউ। মানা হল না চিরাগ পাসওয়নের দাবি। যে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার মধ্যে চারটি আসনের দাবি করেছিলেন চিরাগ। বিশ্লেষকরা বলছেন, ভোটের আগেই বিহারে এনডিএ-র ফাটল স্পষ্ট। শরিক দলগুলির মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।
প্রথম প্রার্থীতালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে রত্নেশ সাদা (সোনবর্সা), বিদ্যাসাগর নিষাদ (মোরওয়া), ধুমল সিং (একমা) এবং কুশল কিশোর (রাজগীর)। নীতীশের দলের প্রথম তালিকা থেকে বোঝা গেল, শরিকদের সঙ্গে বারবার আলোচনা পরেও সমাধান সূত্র মেলেনি। দলটি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি ছাড়ল না। ঘোষিত ৫৭ জন প্রার্থীর মধ্যে আছেন রাজ্যের মন্ত্রী বিজয় কুমার চৌধুরী। সরাই রঞ্জন কেন্দ্রে তাঁকে টিকিট দেওয়া হয়েছে। এর থেকেই স্পষ্ট জেডিইউর নির্বাচনী কৌশল।
একটি বিষয় স্পষ্ট যে বিহারে এনডিএ জোটকে নিয়ন্ত্রণ করছে বিজেপি। ফলে পছন্দের হাইপ্রোফাইল কেন্দ্রগুলি তারা নিজেদের কাছেই রাখছে। দানাপুর, লালগঞ্জ, হিসুয়া এবং আরওয়ালের মতো আসনের উপর চিরাগ পাসওয়ানের দাবিও মানা হল না। এক্ষেত্রে আধিপত্য দেখাল জেডিইউ। আসন ভাগাভাগি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অমান্য করল তারা।
প্রসঙ্গত, গত রবিবার বিহারে আসনরফা চূড়ান্ত করে এনডিএ। আসন বণ্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে সম্মানজনকভাবে খারিজ করেছে গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এমনটাই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। ফল ঘোষণা ১৪ নভেম্বর।