• তামিলনাড়ুতে কার্যত নিষিদ্ধ হতে চলেছে হিন্দি! বিতর্কিত বিল আনার ভাবনা স্ট্যালিনের
    প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের হিন্দি ‘আগ্রাসনে’র বিরোধিতা এবার অন্ধ হিন্দি বিরোধিতায় পরিণত হল! তামিলনাড়ুতে কার্যত পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে হিন্দি। রাজ্যের কোথাও কোনও হোর্ডিং, কোনও সাইন বোর্ড, সিনেমা এমনকী গানেও ব্যবহার করা যাবে না হিন্দি ভাষা। অর্থাৎ নিষিদ্ধ হতে চলেছে হিন্দিভাষার ছবিও। এমনই বিল আনতে চলেছে সে রাজ্যের ডিএমকে সরকার। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি।

    শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী স্ট্যালিন হিন্দি আগ্রাসন রুখতে এই ধরনের বিল আনার কথা ভেবেছেন। যদিও প্রশ্ন উঠছে, এভাবে নির্দিষ্ট একটি ভাষাকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করে দেওয়াটা আদৌ সাংবিধানিক কিনা প্রশ্ন উঠছে। তবে ডিএমকের দাবি, বিলে এমন কিছু থাকবে না যা সংবিধান বিরোধী। ডিএমকের বর্ষীয়ান নেতা টিকেএস উলগানাথন বলছেন, “আমরা সংবিধানের আওতায় থেকেই সব সিদ্ধান্ত নেব।” বিজেপি অবশ্য এই বিল আনার সম্ভাবনাকে, “অবাস্তব এবং বোকা বোকা’ বলে তোপ দেগেছে।

    হিন্দির সঙ্গে আঞ্চলিক ভাষার এই দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই পেরিয়ার-আন্নাদুরাইয়ের আমল থেকেই দ্রাবিড় রাজ্যগুলি হিন্দি আগ্রাসনের বিরোধী। সম্প্রতি কেন্দ্রের ত্রি-ভাষা নীতিকে সামনে রেখে তামিলনাড়ু নতুন করে হিন্দি বিরোধিতায় নেমেছেন। তিন ভাষা শিক্ষার মাধ্যমে অহিন্দি রাজ্যগুলির উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে বার বার সরব হয়েছেন এম কে স্ট্যালিন। তাঁর অভিযোগ করেন এই হিন্দি আগ্রাসনের জেরে উত্তর ভারতের বহু ভাষা যেমন ভোজপুরী, মৈথিলী, অওয়াধি, ব্রজবুলি, বুন্দেলির মতো ভাষা ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া বহু আঞ্চলিক ভাষা ধুঁকছে। একচেটিয়া হিন্দি চালু প্রাচীন মাতৃভাষাগুলিকে হত্যার প্রচেষ্টা বলে অভিযোগ তোলেন তিনি।

    সেই জুজু দেখিয়েই এবার নিজের রাজ্যে একচেটিয়াভাবে হিন্দি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পথে ডিএমকে। যদিও বিজেপি বলছে, আগামী বছরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে তামিল আবেগ উসকে দিয়ে ভোট টানার চেষ্টা করছে ডিএমকে।
  • Link to this news (প্রতিদিন)