রাসায়নিক গায়ে পড়ে ছটফট বধির শিশুর, হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচল না প্রাণ
প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: খেলার ছলে গায়ে রাসায়নিক গায়ে পড়ে মৃত্যু শিশুপুত্রের। শিশুটি জন্মগত মূক ও বধির ছিল। প্রথমে কিছু বুঝতে পারেনি পরিবার। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শ্যামপুরে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
মৃত শিশুটির নাম চয়ন বেরা। বয়স ৫ বছর। সে জন্মগত মূক ও বধির। মঙ্গলবার রাতে বাড়ির বারান্দায় খেলছিল সে। সেখানেই রাখা ছিল কার্বলিক অ্যাসিড। খেলতে খেলতে সেই বোতলের মুখ খুলে ফেলে সে। অ্যাসিড গায়ে পড়ে। সেখানেই পরে থেকে গোঙাতে থাকে চয়ন। কিছুক্ষণ পরে সেই শব্দ শুনে ছুটে আসেন অভিভাবকরা। ততক্ষণে অ্যাসিডে গোটাল শরীর ঝলসে গিয়েছে চয়নের শরীর। নিস্তেজ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য আশিস কাপড়ি বলেন, “গোঙানির শব্দ পেয়ে পরিবারের লোকজন গিয়ে দেখেন চরণের গোটা শরীর ঝলসে গিয়েছে। এবং ক্রমশ সে ঝিমিয়ে পড়ছে। তখন ওই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।” ঘটনায় শোকের ছায়া এলাকায়। ভেঙে পড়েছে পরিবার।