• বন্ধ ঘরে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ মেয়ে! রাগে নাবালককে বেধড়ক ‘মার’ বাবার, চাঞ্চল্য উত্তরপাড়ায়
    প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: প্রজেক্টের কাজ করতে বান্ধবীর বাড়িতে গিয়ে ভয়ংকর পরিণতি ছাত্রের। অভিযোগ, বান্ধবীর বাবা বেধড়ক মারধর করে তাকে। ছাদ থেকে ফেলে দেয় বলেও অভিযোগ। বর্তমানে হাসপাতালে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছাত্র। কিন্তু মারধর কেন? বন্ধুর সঙ্গে মেয়েকে আপত্তিকর অবস্থায় বন্ধুকে দেখে ফেলায় মেজাজ হারান পরিবারের সদস্যরা, শোনা যাচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

    জানা গিয়েছে, আক্রান্ত ছাত্র গত ৯ অক্টোবর দুপুর তিনটে নাগাদ ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বান্ধবীর বাড়িতে প্রজেক্ট করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। রাত আটটা নাগাদ একটি অচেনা নম্বর থেকে ফোন যায় তার বাবার কাছে। জানানো হয় তাঁর ছেলে ছাদ থেকে পড়ে গিয়েছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ছাত্রের বাবা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে পৌঁছন। কিন্তু যারা ভর্তি করিয়েছিল তাঁদের দেখা পাননি।

    এদিকে ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় আর জি কর মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়েছে তাকে। গোটা বিষয়টি ডানকুনি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে পরিবার। ইতিমধ্যে ডানকুনি থানার পুলিশ এই ঘটনায় আক্রান্তের বান্ধবীর নাবালক দাদাকে গ্রেপ্তার করেছে। ছাত্রীর বাবা মুকেশ যাদব পলাতক। সূত্র মারফত খবর, ঐদিন নাবালক ছাত্র এবং ছাত্রীকে বন্ধ ঘরে, আপত্তিকর অবস্থায় দেখতে পান ছাত্রীর বাবা। এরপরই বেধড়ক মারধর করেন নাবালককে। পালিয়ে বাঁচতে ছাদে উঠলে তাকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ঘিরে ডানকুনি পুরসভা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
  • Link to this news (প্রতিদিন)