রাজ কুমার, আলিপুরদুয়ার: পরকীয়ায় টানাপোড়েন! বাড়ি ফেরার সময় অ্যাসিড আক্রান্ত হলেন এক মধ্যবয়সী মহিলা! গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরে। আক্রান্ত মহিলা হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার রাতে। নিউ আলিপুরদুয়ারের বিজি এলাকায় বাড়ি ওই বছর ৫০ বয়সের ওই মহিলার। তিনি রাতে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় এক যুবক তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। আর্তনাদ করে ওঠেন ওই মহিলা। ঘটনাস্থলের অদূরেই একটি চায়ের দোকানে কিছু স্থানীয় বাসিন্দা সেসময় উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন। পালানোর চেষ্টা করেও শেষপর্যন্ত বাসিন্দাদের হাতেই ধরা পড়েন অভিযুক্ত। খবর দেওয়া হয় পুলিশে। গ্রেপ্তার করা হয় ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় নামে বছর ৩৫-এর ওই যুবককে। জানা যায়, তিনি উত্তর ২৪ পরগনার বারাকপুর এলাকার বাসিন্দা। কিন্তু কী কারণে ওই মহিলাকে অ্যাসিড ছোড়া হল? বারাকপুর থেকে আলিপুরদুয়ারে তিনি কেন গিয়েছিলেন?
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আক্রান্ত ও অভিযুক্তের আগে থেকেই পরিচয় ছিল। ওই মহিলা বিবাহিতা। এদিকে ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বেশ কয়েক বছর আগে আলিপুরদুয়ারে ছিলেন। তখনই দু’জনের মধ্যে সম্পর্ক হয় বলে খবর! একসময় তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে বিবাদও হয়েছিল! ওই যুবক পরে বারাকপুরে নিজেদের বাড়িতে ফিরে যায়। জানা গিয়েছে, গত দিন দু’য়েক আগে ইন্দ্রজিৎ ফের আলিপুরদুয়ারে যান। সেখানেই একটি টোটো চালাতে শুরু করেছিলেন। দু’জনের মধ্যে কি ফের যোগাযোগ হয়েছিল? নাকি যোগাযোগ করার জন্য ওই যুবক ফের আলিপুরদুয়ার গিয়েছিলেন? পরকীয়ার টানাপোড়েনের জেরেই এই অ্যাসিড হামলা? সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
আক্রান্ত মহিলাকে প্রথমে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে শিলিগুড়ির হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। জানা গিয়েছে, ওই মহিলার মাথা, শরীরের একাধিক জায়গা ও মুখের কিছু অংশ অ্যাসিডে আক্রান্ত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।