সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট! জানা যাচ্ছে, মহাত্মা গান্ধী রোড স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার জেরে দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বন্ধ পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কার্যত প্রতিদিনই মেট্রোর বিভ্রাটে ক্ষুদ্ধ যাত্রীরা।
গত কয়েকমাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। বুধবার দুপুরে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জানা যায়, এদিন মহাত্মা গান্ধী রোড স্টেশনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেই কারণে স্তব্ধ হয়ে যায় পরিষেবা। এদিকে স্টেশনে বাড়তে থাকে ভিড়।
পরবর্তীতে মেট্রোর তরফে ঘোষণা করা হয় যে, আংশিকভাবে পরিষেবা চালু করা হয়েছে। জানা যাচ্ছে, আপাতত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম ও দমদম থেকে দক্ষিণেশ্বর চলছে মেট্রো। তবে তা সত্ত্বেও মেট্রোর দেখা মিলছে না বলেই দাবি যাত্রীদের। বহু অপেক্ষার পর মেট্রো এলেও পরেরটির দেখা মিলতে ভিড়ে ঠাসাঠাসি দশা হচ্ছে স্টেশনে। মেট্রোগুলিতেও স্বাভাবিকভাবেই প্রবল ভিড়। নিয়মিত মেট্রো সমস্যায় ক্ষুব্ধ যাত্রীরা।