আসলেন, টিকিট কাটলেন, মেট্রোয় চড়ে ভিক্ষে করতে শুরু করে দিলেন! বেঙ্গালুরুর স্মার্ট ভিক্ষুকের ভিডিও ভাইরাল...
আজকাল | ১৬ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকাল ট্রেন বা বাস বা রাস্তার মোড়ে তাঁদের দেখা মিললেও, মেট্রোর তাদের প্রবেশ নিষেধ। কিন্তু বেঙ্গালুরু মেট্রোর ক্ষেত্রে নিয়মটি মনে হয় অন্য। বেঙ্গালুরুর শ্রীরামপুরা স্টেশনে গ্রিন লাইন মেট্রো ট্রেনের ভিতরে এক ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে বেঙ্গালুরু যাত্রীরা হতবাক হয়ে গেছেন। সাধারণত ট্রাফিক সিগন্যাল এবং বাস স্টপে ভিক্ষা করা দেখা যায়। এখন মেট্রো চত্বরেও ভিক্ষুক ঢুকে পড়েছে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মেট্রোর ভিতরে ভিক্ষে করা ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একজন যাত্রীর ধারণ করা এই ফুটেজে দেখা যাচ্ছে যে, ভ্রমণের সময় লোকটি সহযাত্রীদের কাছে এগিয়ে এসে ভিক্ষে চাইছেন। এই আবেদন যাত্রীর যারপরনাই অস্বস্তি বোধ করছেন। এর ফলে সমালোচনার সৃষ্টি হয়েছে। মেট্রো যাত্রীর স্টেশন চত্বরের নিরাপত্তা, পর্যবেক্ষণ এবং শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে প্রশ্ন করছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ট্রেনটি যখন মন্ত্রী স্কোয়ার সাম্পিগে রোড এবং শ্রীরামপুরা স্টেশনের মধ্যে যাত্রা করছে, তখন লোকটি ট্রেনের শেষ বগি দিয়ে হেঁটে যাচ্ছেন, যাত্রীদের কাছে টাকার জন্য এগিয়ে আসছেন। অনলাইনে অনেক ব্যবহারকারী অস্বস্তি প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেছেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা আছে: "একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি #NammaMetro ট্রেনে ভিক্ষা করছেন। বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, “ওই ব্যক্তি মঙ্গলবার সকাল ১১টায় ম্যাজেস্টিক থেকে টিকিট নিয়ে ট্রেনে উঠেছিলেন এবং দশরাহাল্লিতে নেমেছিলেন। যাত্রাপথে তিনি অন্যান্য যাত্রীর কাছ থেকে পরে ভিক্ষে চাইতে শুরু করেন। তবে, হোমগার্ডদের নিয়মিত টহলের সময় এমন কোনও কার্যকলাপ দেখা যায়নি।”
বিএমআরসিএলের একজন আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদমাধযমকে বলেন, “ঘটনাটি কখন ঘটেছে তা আমরা নিশ্চিত নই। মনে হচ্ছে টিকিট কেটে তিনি গ্রিন লাইন স্টেশনের পেইড এরিয়ায় প্রবেশ করেছিলেন।”
কর্তৃপক্ষ জানিয়েছে যে মেট্রো ট্রেনে বা স্টেশনের ভিতরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। ওই আধিকারিক আরও বলেন, “আমাদের নিরাপত্তাকর্মীরা এই ধরনের কার্যকলাপের উপর কড়া নজর রাখেন। কর্মীরা জিনিসপত্র বিক্রি, ভিক্ষাবৃত্তি, উচ্চস্বরে সঙ্গীত বাজানো, অথবা বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনে বসার মতো কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য কোচেও ভ্রমণ করেন।”
২০২৪ সালের ডিসেম্বরের একটি ভিডিওতে দেখা গিয়েছিল বেঙ্গালুরু মেট্রো ট্রেনের ভিতরে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ভিক্ষা করছেন। সাদা চেকার্ড শার্ট এবং মাথায় টুপি পরিহিত অবস্থায় ওই ব্যক্তিকে হাত বাড়িয়ে ভিক্ষে করতে করতে একটি কোচের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছিল। ফুটেজটি ঠিক কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়, যদিও ট্রেনের যাত্রীরা এটি তুলেছিলেন। ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিটি চাল্লাঘাটা মেট্রো স্টেশনে কিউআর কোড ব্যবহার করে পার্পল লাইনে উঠেছিলেন এবং কেঙ্গেরি স্টেশনে নেমে যান। ২০২৩ সালের নভেম্বরে গ্রিন লাইনে একই রকম একটি ঘটনা ঘটেছিল।