• আচমকাই রেলের ওয়েটিং রুমে হানা দিল এসটিএফ, কিছু বুঝে ওঠার আগেই বামাল সমেত ধরা পড়ল পাঁচ ‘‌অপরাধী’‌...
    আজকাল | ১৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাদক পাচার আটকাতে বড় সাফল্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। উদ্ধার ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের গাঁজা। গত সোমবার রাজ্য পুলিশের এসটিএফের শিলিগুড়ি শাখা এই সাফল্য পেয়েছে। এই ঘটনায় এক মহিলা–সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের মধ্যে চার জন কোচবিহারের এবং এক জন বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

    এ বিষয়ে এসটিএফ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে গত সোমবার ১৩ অক্টোবর এসটিএফের শিলিগুড়ি শাখার একটি দল নিউ কোচবিহার রেল স্টেশনের ওয়েটিং রুমে একটি অভিযান চালায়। সেই সময় ওয়েটিং রুমে উপস্থিত এক মহিলা–সহ পাঁচ জনের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছে ২০টি নানা সাইজের ব্যাগ ছাড়াও ৪টি ট্রলি ব্যাগ পাওয়া যায়। এরপর ব্যাগ খুলতেই দেখা যায় সবকটি ব্যাগেই রয়েছে গাঁজা।‌ এসটিএফ জানিয়েছে, প্রতিটি ব্যাগ থেকে প্রায় ১০ কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার মোট পরিমাণ ২৪৬ কেজি। মাদকের বাজারে যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। অভিযুক্ত পাচারকারীদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নিউ কোচবিহার রেল পুলিশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

    ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কোচবিহারের দিনহাটা থেকে এই গাঁজা তারা সংগ্রহ করে নিয়ে এসেছিল। যা অন্য জায়গায় পাচার করতেই তারা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এদের বিরুদ্ধে আগে কোথাও কোনও অপরাধের অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

    প্রসঙ্গত, এর আগে একাধিকবার রাজ্য পুলিশের এসটিএফ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক–সহ বেশ কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এসটিএফের একটি সূত্র জানায়, দেখা গিয়েছে উৎসব আসলেই পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। গত ৭ অক্টোবর নদিয়ার কালীগঞ্জের পলাশিতে হানা দিয়ে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করে এসটিএফ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নদিয়ার দু’‌জনকে গ্রেপ্তার করা হয়েছে। হেরোইন ছাড়াও এসটিএফের এই অভিযানে ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি। এর পাশাপাশি হুগলির ডানকুনি রেল স্টেশনে হানা দিয়ে এসটিএফের একটি দল প্রায় ২ কেজির কাছাকাছি হেরোইন বাজেয়াপ্ত করে। ঘটনায় দু’‌জনকে গ্রেপ্তার করেন এসটিএফের গোয়েন্দারা। ডানকুনির এই ঘটনায় এসটিএফ জানতে পারে অভিযুক্তরা নাগাল্যান্ডের ডিমাপুর থেকে এই হেরোইন নিয়ে এসে এ রাজ্যে পাচারের মতলব করেছিল।

     
  • Link to this news (আজকাল)