• কোচবিহারের রসমতীর জঙ্গলে থাকা গন্ডারকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বনদপ্তর
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্যোগে জলদাপাড়া থেকে তোর্সা নদীতে ভেসে গিয়ে কোচবিহারের রসমতীর জঙ্গলে আশ্রয় নেওয়া সর্বশেষ গন্ডারটিকে আজ, বুধবার বাগে আনতে অভিযানে নামে বনদপ্তর। কিন্তু এদিন সকাল থেকে দিনভর রসমতীর জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়েও গন্ডারটিকে বাগে আনতে পারেনি বনকর্মীরা। বনদপ্তর জানায়, দুপুরের দিকে শুধু একবার উঁকি দিয়েই গন্ডারটি জঙ্গলের আরও ভিতরে চলে যায়। বিকেলে জঙ্গলে দৃশ্যমানতা কমে আসায় বনকর্মীরা অভিযান বন্ধ করে দেয়। ফলে এদিন বনকর্মীদের সারা দিনের পরিশ্রম জলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝাঁ বলেন, রসমতীতে আশ্রয় নেওয়া গন্ডারটিকে যতক্ষণ না পর্যন্ত আমরা বাগে আনতে সক্ষম না হচ্ছি ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। উল্লেখ্য, আলিপুরদুয়ার, কোচবিহারের লোকালয় ও জঙ্গলে থাকা নয়টি গন্ডারকে ইতিমধ্যেই জলদাপাড়ায় ফেরানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)