প্রদ্য়ুত্ দাস: সাতসকালে বাজার করতে বেরিয়ে একী কাণ্ড! ষাঁড়ের গুঁতোয় কড়াইয়ের গরম তেল ছিটকে পড়ল শরীরে। ঝলসে গেলেন এক বৃদ্ধ দম্পতি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দু'জনেই। জলপাইগুড়ির ধূপগুড়ি ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, আহতেরা হলেন মউরিদিন ও তাঁর স্ত্রী আলিজান বেগম। দু'জনেরই বয়স ষাটের উপরে। আজ, বুধবার সকালে জলপাইগুড়ির ধুপগুড়ির থানা রোড এলাকায় বাজার করতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। রাস্তার পার হওয়ার জন্য মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা। হঠাত্ একটি ষাঁড় এসে গুঁতো মারে পুরি ভাজার কড়াইয়ে। সঙ্গে সঙ্গে গরম তেল ছিটকে পড়ে ওই বৃদ্ধ দম্পতির গায়ে। দ্রুত তাঁদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
এদিকে এই ঘটনায় ফুটপাত দখল করে রাস্তা রান্নার কাজ করা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা দাবি, ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকান বসেছে। রাস্তার পাশে কড়াইয়ে চলে রান্নার কাজ। ফলে যেকোনও সময়েই দুর্ঘটনা ঘটতে পারে।