• ‘ক্যাশলেস’ দেশ গড়তে নতুন পদক্ষেপ, ইন্টারনেট ছাড়া ‘ডিজিটাল’ লেনদেন চালু আরবিআইয়ের
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ডিজিটাল অর্থনীতির যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)। গত ৭-৯ অক্টোবর মুম্বইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্টে অফলাইনে ডিজিটাল টাকা চালুর কথা সরকারিভাবে ঘোষণা করল আরবিআই।

    এই ডিজিটাল নগদের নাম ‘ই রুপি’। তাদের ট্যাগলাইন, ‘ক্যাশ, বাট ডিজিটাল’। ইন্টারনেট ছাড়াই এই ডিজিটাল মুদ্রা লেনদেন করা যাবে। এই মুদ্রা ব্যবহারকারীর ডিজিটাল ওয়ালেটে জমা থাকবে। ইচ্ছামতো যে কোনও স্থান থেকে তা ব্যবহার করা যাবে। ইন্টারনেট পরিষেবা না থাকলেও এই ‘ই রুপি’র মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে আর্থিক লেনদেন করতে পারবেন আমজনতা। 

    বর্তমানে ইউপিআই পেমেন্টের দৌলতে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে গিয়েছে দেশবাসীর একাংশ। এমনকী অতি অল্প টাকাও ডিজিটাল লেনদেন করা হয়। কিন্তু সুউচ্চ পর্বতে ট্রেকিংয়ের সময় বা রোড ট্রিপে গিয়ে প্রত্যন্ত এলাকায় মোবাইলে সিগন্যাল না পাওয়া গেলে আর পকেটে নগদ না থাকলে আজও বিপদে পড়তে হয়। এমন অবস্থায় মুশকিল আসান আরবিআইয়ের ডিজিটাল টাকা।

    এটা নগদের ডিজিটাল রূপ। সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি হওয়ায় এই পদ্ধতিতে টাকা লেনদেন সুরক্ষিত বলে দাবি আরবিআইয়ের। অ্যান্ড্রয়েড ও আই ফোনে সাপোর্ট করবে এই ওয়ালেট। টাকা লেনদেনে কোনও আলাদা চার্জও কাটবে না। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যাঙ্কই এই পরিষেবার সঙ্গে যুক্ত। কিউআর কোড স্ক্যান করেও ব্যবহার করা যাবে এই ‘ই রুপি’। গুগল বা অ্যাপলের প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই লেনদেন শুরু করা যাবে। 
  • Link to this news (প্রতিদিন)