• বিহারের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, একদিন আগে যোগ দিয়েই টিকিট পেলেন মৈথিলী
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দিল বিজেপি। প্রত্যাশিতভাবেই টিকিট পেলেন সদ্য গেরুয়া শিবিরে নাম লেখানো ভোজপুরী শিল্পী মৈথিলী ঠাকুর। দ্বিতীয় দফায় ১২ জনের ওই প্রার্থী তালিকায় আরও চমক রয়েছে।

    লোকগীতির জগতে অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিহারের মধুবণী জেলায় জন্ম নেওয়া মৈথিলী। বাবা লোক সংগীতশিল্পী রমেশ ঠাকুরের মতোই গানকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। মৈথিলী বরাবরই হিন্দুত্ববাদে বিশ্বাসী। বেশ কিছুদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনায় শিলমোহর দিয়ে মঙ্গলবার তিনি বিজেপিতে যোগ দেন। বুধবারই দ্বারভাঙার আলিনগর কেন্দ্রে তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করল দল। আসলে বিহারের ভোজপুর বেল্টে এবার খানিকটা চাপেই রয়েছে এনডিএ। ওই এলাকায় বামপন্থীরা সংগঠন বাড়িয়েছে। তাঁর স্টার পাওয়ারে ভরসা রাখার চেষ্টা করছে গেরুয়া শিবির।

    মৈথিলী ছাড়া বিজেপির প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রাক্তন আইপিএস আধিকারিক আনন্দ মিশ্রর। সদ্যই প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি থেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তিনি। এই দফায় মোট ১২টি আসনে প্রার্থী দিল বিজেপি। যার অর্থ এ পর্যন্ত মোট ৮৩ প্রার্থীর নাম ঘোষণা হল।

    গত রবিবারই বিহারে আসনরফা চূড়ান্ত করেছে এনডিএ। আসন বণ্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে খারিজ করেছে গেরুয়া শিবির। নীতীশ বিজেপির চেয়ে একটি হলেও বেশি আসনে লড়াই করার দাবি করেছিলেন। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি পাবে ২৯টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৬টি আসনে। একই সংখ্যক আসনে প্রার্থী দেবে রাষ্ট্রীয় লোক মোর্চা। তবে জোটের ছোট শরিকরা ওই রফায় মোটেই সন্তুষ্ট নয়। সব মিলিয়ে এনডিএ শিবিরে এখনও অশান্তির আবহ রয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)