• ‘বিয়ের পর স্বামীকে নিয়ন্ত্রণ নয়, সন্তানদের কথা ভাবুন’, বিচ্ছেদের মামলায় পরামর্শ সুপ্রিম কোর্টের
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্য কলহের মামলায় যুগলকে তাৎপর্যপূর্ণ পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতির বেঞ্চের বক্তব্য, বিয়ের পর স্বামীকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা উচিত নয়। এখানেই না থেমে শীর্ষ আদালতের আরও পরামর্শ, সন্তানদের কথা ভেবে পরিণত এবং সংবেদনশীল হয়ে পদক্ষেপ করুন। নিজেদের অহংবোধকে দূরে সরিয়ে রেখে সন্তানদের কী ভাবে ভাল রাখা যায়, সে কথা ভাবুন।

    বুধবার দাম্পত্য কলহের এই মামলা উঠেছিল বিচারপতি বিভি নাগারত্ন এবং আর মহাদেবনের বেঞ্চে। স্বামী-স্ত্রী উভয়েই সরকারি কর্মী। স্বামী দিল্লি অধিবাসী রেলের কর্মচারী। স্ত্রী রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়েছিল। দুই সন্তানও রয়েছে দম্পতির। তীব্র বিরোধের জেরে ২০২৩ সাল থেকে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মহিলা বর্তমানে নিজের বাবা-মায়ের সঙ্গে পাটনায় থাকেন।

    এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ স্বামী-স্ত্রীর অশান্তির জেরে কষ্ট পাচ্ছে দুই সন্তান। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের পরামর্শ, দম্পতি যেন তাঁদের সন্তানদের কথা ভাবেন। সন্তানদের মুখ চেয়ে বিবাদ মিটিয়ে নেওয়ার কথা ভাবেন। বিয়ের পর স্বামীকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা উচিত নয় বলেও মত শীর্ষ আদালতের।
  • Link to this news (প্রতিদিন)