• বিহারে এনডিএ শিবিরে ফাটল, নীতীশের ঘোষিত আসনে প্রার্থী দেওয়ার হুমকি চিরাগের
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
  • বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: পরপর দুদিন বিজেপি ও নীতীশ কুমারের জেডিইউ বিহার বিধানসভায়‌ প্রার্থীদের নাম ঘোষণা করতেই এনডিএ শিবিরে ফাটল আরও চওড়া হল। জনতা দল ইউনাইটেড প্রথম দফায় ৫৭ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করতেই ফোঁস করে উঠলেন লোক জনশক্তি পার্টির শীর্ষ নেতা চিরাগ পাসওয়ান। জানিয়ে দিলেন, নীতিশের ঘোষিত ৫৭ টি আসনের মধ্যে পাঁচটিতে তিনিও প্রার্থী দেবেন।

    বুধবার ৫৭ টি আসনের প্রার্থী ঘোষণা করেন নীতীশ। আসনরফা অনুযায়ী নীতীশের দলের মোট ১০১টি আসনে প্রার্থী দেওয়ার কথা।‌ নীতীশের দলের প্রথম তালিকায় স্থান পেয়েছেন ২৫ জন বর্তমান বিধায়ক। ‌তালিকায় চারজন মহিলার নাম আছে। ২৫ বিধায়কের মধ্যে তিনজন মন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন বিজয় কুমার চৌধুরী, সারণ কুমার এবং মদন সাহানি।‌ এনডিএ-র বড় দল বিজেপি মঙ্গলবারই প্রথম দফায় ৭১ প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারাও ১০১টি আসনে লড়াই করবে।

    তবে জেডিইউ-র ঘোষিত ৫৭ আসনের মধ্যে পাঁচটিতে লড়াই হতে পারে এনডিএ শরিক লোকজনশক্তি পার্টি (রাম বিলাস)-এর সঙ্গেও।‌ দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান জোটের বৈঠকে ওই পাঁচটি আসন দাবি করেছিলেন। ২০২০ বিধানসভা নির্বাচনে চিরাগ জেডিইউ-র বহু আসনে প্রার্থী দিয়ে নীতীশের দলের যাত্রা ভঙ্গ করেন। অন্তত পাঁচটি আসন তারা নিজেরা ছিনিয়ে নেয়। এবারও নীতীশের পার্টির বিরুদ্ধে জেডিইউ লড়াই করবে।‌

    এই বিরোধ থামাতে স্বয়ং বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক ভাবে চেষ্টা চালিয়েও চিরাগকে রাজি করাতে পারেননি। ‌ফলে নীতীশের দল গতবারের থেকে বেশি আসনে লড়াই করলেও তারা কতগুলিতে জয়লাভ করতে পারবে তা নিয়ে ঘর সংশয় আছে। চিরাগের বক্তব্য, যে পাঁচটি আসন জেডিইউ তাদের দিতে রাজি হয়নি সেগুলিতে লোকজনশক্তি পার্টির প্রভাব যেকোনও দলের থেকে বেশি।

    প্রসঙ্গত, গত রবিবার বিহারে আসনরফা চূড়ান্ত করে এনডিএ। বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। ফল ঘোষণা ১৪ নভেম্বর। তবে পছন্দের হাইপ্রোফাইল কেন্দ্রগুলি বিজেপি নিজের প্রার্থী দিচ্ছে। তার মধ্যে জোটের মাথাব্যথা বাড়াবে শরিকদের অন্তর্কলহ। ‌
  • Link to this news (প্রতিদিন)