‘বদল হলে সুদে-আসলে বদলা’, ‘উসকানিমূলক’ মন্তব্য শুভেন্দুর, পালটা জবাব তৃণমূলের
প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম শাসনকে হঠিয়ে ক্ষমতায় আসার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায় বার্তা দিয়েছিলেন, বদলা নয়। বদল চাই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় সম্পূর্ণ ভিন্ন সুর। বিধানসভা নির্বাচনের আগে বদল এবং বদলার দু’য়ের বার্তা দিলেন। আদিবাসীদের হেনস্তার প্রতিবাদ মিছিলে বুধবার ডোরিনা ক্রসিং থেকে এমনই ‘উসকানিমূলক’ মন্তব্য করেন তিনি। যার নিন্দায় সরব রাজ্যের শাসক শিবির।
এদিন শুভেন্দু অধিকারী নাগরাকাটায় খগেন মুর্মুর উপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, “আপনারা দেখেছেন ভোট চাই, ভোট দাও ঝান্ডা হাতে সেদিন যানননি। খগেন মুর্মু গিয়েছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে। তাঁকে যেভাবে মেরেছে, কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশাল মিডিয়া, সংবাদমাধ্যমে দেখেছেন। যিনি একাধিকবার সাংসদ, বিধায়ক হয়েছেন তাঁকে মেরেছে। রক্ত দেখার পর আপনাদের রক্ত টগবগ করে ফোটেনি। আপনারা বদলা চান? তাহলে বদল চান। সুদে আসলে আমরা বদলা নেব।” পালটা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “উনি মানুষকে উত্যক্ত করছেন, প্ররোচনা দিচ্ছেন। সিপিএমের অপশাসনের পরেও মমতা বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমরা পরিবর্তন চাই। উন্নয়ন করব। শুভেন্দু খেপাচ্ছেন। তাঁদের কোন নেতা কোন এলাকায় গিয়ে এবার সমস্যায় পড়বেন, তখন আমাদের দায়ী করবেন। মানুষ এমনিই ক্ষিপ্ত। এরপর নিজেদের দায়িত্বে ঘুরবেন।”
প্রসঙ্গত, গত কয়েকবার ভোটে তেমন আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক যেন ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। ওয়াকিবহাল মহলের মতে, একে তো দক্ষ সংগঠকের অভাব এবং দলীয় অন্তর্কলহ ? দু’য়ে মিলে গেরুয়া শিবিরের যাচ্ছেতাই পরিস্থিতি। অন্তঃসারশূন্য এই দলতে বিধানসভা নির্বাচনের আগে উজ্জীবিত করাই যেন বড় চ্যালেঞ্জ। সম্ভবত সে কারণে এমন উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে ভোটবাক্সে শুভেন্দু ফায়দা তুলতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তৃণমূল নেতা-নেত্রীরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কেবলমাত্র উন্নয়নকে হাতিয়ার করে বাংলায় বিধানসভা নির্বাচনের বৈতরণী সহজেই পার করা সম্ভব বলেই মত তাঁদের।