• বদলা নেওয়ার হুমকি শুভেন্দুর, সুকান্তর ‘গুলি চলার’ নিদান
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর হামলার ইস্যু যে সহজে ছাড়বে না বিজেপি, শুভেন্দু-সুকান্ত তার প্রমাণ দিলেন কলকাতার মিছিলে। নাগরাকাটার ঘটনার প্রতিবাদে কলকাতায় হওয়া মিছিল থেকে রণংদেহি মেজাজে তৃণমূলে নিশানা করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা। খগেন মুর্মুর উপর হামলা থেকে SIR প্রসঙ্গ, উঠে এল সবটাই।

    কিছুদিন আগেই বন্যাদুর্গত উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ওই ঘটনার পরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আক্রান্ত নেতারা। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মুখ খুলেছিলেন খগেন মুর্মুও। ওই ঘটনায় যাঁরা অভিযুক্ত ছিলেন তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল। এ বার ওই ঘটনায় কলকাতায় মিছিল করল বিজেপি। আর সেখান থেকে তৃণমূলকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারও আগে, মিছিল শুরুর আগেই ‘প্রতিটা হামলার হিসেব’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

    সেই রেশ ধরে মিছিল শেষের পরে কার্যত হুমকি শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। খগেন মুর্মু রাজ্য রাজনীতিতে আদিবাসী মুখ। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেছেন, ‘এই সরকার আদিবাসী বিরোধী...বদলা চাইলে বদল করতে হবে। ছাব্বিশে বদল হলে সুদে-আসলে বদলা নেব।’ রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামার জন্য আদিবাসী সংগঠনগুলিকেও ডাক দিয়েছেন শুভেন্দু।

    বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিংয়ের মিছিলের শুরুতে সুকান্ত মুখে শোনা গিয়েছে SIR প্রসঙ্গ। বাংলায় SIR করতে বাধা দিলে গুলি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ দিন সুকান্ত বলেন, ‘SIR-এর বিরোধিতায় রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। বাড়ি-ঘর পোড়ালে...ভাঙচুর করলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে।’ এর প্রবল প্রতিক্রিয়া শোনা গিয়েছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মুখে। তাঁর তোপ, ‘এক জনও বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না...SIR হলে বাংলার আগুন জ্বলবে।’

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে SIR এবং বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনাকে অস্ত্র করবে বিজেপি। তা এ দিন শুভেন্দু-সুকান্তর বক্তব্য থেকে অনেকটাই স্পষ্ট। তার সঙ্গেই ভোটের আগে আক্রমণাত্মক মেজাজেই ব্যাট চালাবে বিজেিপ, কর্মীদের কি সেই সুরেই বাঁধার চেষ্টা করল বিজেপির রাজ্য নেতৃত্ব?

  • Link to this news (এই সময়)