মুম্বই: পিকনিক সেরে বিকেলে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগ। রাস্তাতেই আটকে থাকতে হল ১২ ঘণ্টা। অন্তত ১২টি বাসে বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ৫০০ জন পড়ুয়া। মহারাষ্ট্রে রাস্তায় যানজটে নাকাল হতে হয় তাদের। শুধু ওই স্কুলবাসগুলিই নয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বুধবার ভোর পর্যন্ত মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়কে পালঘরের রাস্তায় আটকে থাকল আরও বহু যানবাহন। সমস্যায় পড়েন বহু যাত্রী। এই ঘটনায় স্কুলপড়ুয়াদের অভিভাবকরা প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। তাঁরা বলছেন, মুম্বইয়ের যানজটের সমস্যা নতুন কিছু নয়। কিন্তু মঙ্গলবারের ঘটনা আগের সব নজিরই কার্যত ভেঙে দিয়েছে। জানা গিয়েছে, থানের গোধবান্দার হাইওয়েতে রাস্তা মেরামতির কাজের জন্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। এরফলে মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়কে যানজট দেখা যায়। রাতের দিকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্কুলবাসের কাছে গিয়ে পড়ুয়াদের জল ও বিস্কুট সরবরাহ করেন। তবে প্রশাসনের তরফে সেই ধরনের কোনও উদ্যোগ মেলেনি। বুধবার ভোরে মিরা ভয়ন্ডার-বাসাই ভিরার পুলিস কন্ট্রোল রুম থেকে যানজট সমস্যার সমাধানের কথা জানানো হয়।