বিপর্যস্ত পাঞ্জাবকে সাহায্য করুন, নাম নেই বাংলার, লোকসভার বিজ্ঞপ্তিতেও সেই বঞ্চনা
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবল বর্ষণ আর আচমকা বন্যা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একাংশ বিপর্যস্ত। কিন্তু অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক পাঞ্জাবের পাশে দাঁড়ালেও বাংলাকে কি সেই বঞ্চনার তালিকাতেই রাখছে? লোকসভার এক বিজ্ঞপ্তি দেখে এমনই প্রশ্ন উঠছে।
বুধবার লোকসভা সচিবলায় বুলেটিন প্রকাশ করে সাংসদদের উদ্দেশে বলেছে, প্রবল প্রাকৃতিক দুর্যোগে পাঞ্জাব ক্ষতিগ্রস্থ। পাঞ্জাবের বন্যার ক্ষতিকে স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় বিপর্যয় বলেই চিহ্নিত করেছে। তাই পাঞ্জাবের ত্রাণে সাংসদরা তাঁদের সাংসদের এলাকা উন্নয়ন তহবিল (এমপি ল্যাড) থেকে ১ কোটি টাকা করে দিন। যদিও এটি ঐচ্ছিক। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এমপি-ল্যাডের নির্দিষ্ট পোর্টাল (ই-সাক্ষী)র মাধ্যমে পাঞ্জাবের পুনর্বাসন ও পুনর্নিমাণের জন্য সাংসদদের অনুমতি দিতে হবে। প্রশ্ন উঠছে, পাঞ্জাব পেলে, কেন বাংলা নয়?
অন্যদিকে, কাশ্মীরের বৈসরণে পাকিস্তানি হামলা এবং পালটা জবাবে ভারতের অপারেশন সিন্দুর হলেও এখনও ভূস্বর্গের পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বিশেষত, ব্যবসার ক্ষেত্রে। মার খাচ্ছে পর্যটন। আপেল, উইলো কাঠের ক্রিকেট ব্যাট, কার্পেট সহ কাশ্মীরের ব্যবসার সঙ্গে জড়িত পণ্য ব্যবসায়ীরা স্বস্তিতে নেই।
সম্প্রতি কাশ্মীরে ‘স্টাডিট্যুরে’ গিয়েছিল বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটি। তৃণমূল সাংসদ দোলা সেন ওই কমিটির চেয়ারপার্সন। সংসদীয় কমিটি কাশ্মীরে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পহেলগাঁও পরবর্তী পর্বে উপত্যকার হাল হকিকৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সংসদীয় কমিটিকে তাঁদের অনুরোধ, আপনারাও কাশ্মীরের পাশে দাঁড়িয়ে প্রচার করুন। সূত্রের খবর, সংসদীয় কমিটির সব সদস্য তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কাশ্মীর নিয়ে প্রচার করবেন।