নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জট সম্পূর্ণ কাটছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্য সরকার, উভয়েই দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির বাংলোয় বসেও ১১টি বিশ্ববিদ্যালয় সম্ভাব্য উপাচার্যদের নাম নিয়ে সহমতে পৌঁছতে পারল না। কোথায় এবং কেন রাজ্যপালের আপত্তি, তার রিপোর্ট দেওয়া হল মুখ্যমন্ত্রীকে। একইভাবে রাজ্যের কোথায় আপত্তি, তাও জানানো হল রাজ্যপালকে। আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলার শুনানি হবে।
১০ মতিলাল নেহরু মার্গের বাংলোয় ওই বৈঠকে রাজ্যের পক্ষে ছিলেন আইনজীবী জয়দীপ গুপ্ত, কুণাল মিমানি এবং দেবাঞ্জন মণ্ডল। আচার্য তথা রাজ্যপালের হয়ে খোদ ভেঙ্কটরামানি এবং আইনজীবী জয়দীপ মজুমদার। প্রায় দেড় ঘণ্টর বৈঠকেও সমাধান সূত্রে পৌঁছতে পারেনি। আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে জানা যাবে, ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জট কাটাতে রাজ্য-রাজ্যপাল, কে কী অবস্থান নিল।