• রাঘোপুরে তেজস্বী, প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিহারের বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াইয়ের ময়দানে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। তবে দল লড়লেও প্রাক্তন ভোটকুশলী নিজে প্রার্থী হচ্ছেন না। জল্পনায় জল ঢেলে কিশোর জানিয়ে দিলেন, প্রার্থী হলে একটি আসনেই আটকে পড়তেন। তাই তার বদলে দলের সংগঠনে নজর দেবেন। প্রশান্ত কিশোরের এই ঘোষণার ফলেই রাঘোপুর আসনে তেজস্বী যাদবের সঙ্গে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জল্পনারও সলিল সমাধি হয়ে গেল। তার মধ্যেই পারিবারিক দুর্গ বলে পরিচিত রাঘোপুর আসন থেকে বুধবার মনোনয়নপত্র পেশ করেছেন তেজস্বী। লালুপ্রসাদ যাদব ও রাবড়িদেবীর উপস্থিতিতে মনোনয়ন পেশ করার পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করেন তিনি। তেজস্বীর তোপ, জেডিইউ আর নীতীশের হাতে নেই। বকলমে দল চালাচ্ছেন অন্য তিন নেতা লালন সিং, সঞ্জয় ঝা ও বিজয় চৌধুরী। এই তিন নেতা বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন এবং নীতীশ কুমারকে ধ্বংস করে দিয়েছেন।

    প্রশান্ত কিশোর নিজে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিলেও তাঁর পূর্বাভাস, এবারের ভোটে এনডিএ হারতে চলেছে। পতন হবে নীতীশ কুমারের। তবে কিশোর প্রার্থী না হওয়ায় তাঁকে একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও বিরোধী দল আরজেডি। তাদের ঠেস, পুরিস্থিতি অনুকূল নয় বুঝেই সরে দাঁড়ালেন প্রাক্তন ভোটকুশলী। ঘটনাচক্রে, কিশোর যে প্রার্থী হচ্ছেন না, মঙ্গলবার রাতেই তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ, গতকাল রাতে জন সুরাজ পার্টি প্রকাশিত দ্বিতীয় প্রার্থী তালিকায় রাঘোপুর আসনে চঞ্চল সিংয়ের নাম ঘোষণা করা হয়। এর আগে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, তিনি প্রার্থী হলে হয় কারগাহর নাহলে রাঘোপুর থেকে দাঁড়াবেন। জন সুরজ পার্টির প্রথম তালিকায় কারগাহর থেকে রীতেশ রঞ্জন পান্ডের নাম ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় তালিকায় রাঘোপুর থেকে চঞ্চল সিংকে প্রার্থী করাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল কিশোর প্রার্থী হচ্ছেন না। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেও তা স্বীকার করে নেন। তবে প্রার্থী না হলেও দলের সম্ভাব্য ফল নিয়ে এদিন রীতিমতো আকাশছোঁয়া দাবি করেছেন প্রাক্তন ভোটকুশলী। কিশোর বলেন, জন সুরাজ পার্টি ১৫০টির একটিও কম আসনে জিতলে তা আমাদের কাছে পরাজয় বলে বিবেচিত হবে। সেইসঙ্গেই তাঁর সামগ্রিক পূর্বাভাস, এনডিএ নিশ্চিতভাবেই হারছে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর চেয়ারে ফিরছেন না। কিশোরের কথায়, জেডিইউয়ের জন্য কী অপেক্ষা করছে তা বুঝতে ভোট-পণ্ডিত হওয়ার দরকার নেই। তবে ইন্ডিয়া ব্লকের অবস্থাও তথৈবচ। আরজেডি ও কংগ্রেসের মতপার্থক্য কোনওদিন মেটার নয়। 
  • Link to this news (বর্তমান)