জুবিন মৃত্যু মামলা: ধৃতদের অন্য জেলে স্থানান্তরের সময় তুমুল বিক্ষোভ
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
গুয়াহাটি: বলিউড গায়ক জুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্ত পাঁচজনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় গুয়াহাটির আদালত। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার তাঁদের বাকসা জেলার নতুন একটি সংশোধনাগারে স্থানান্তর করা হচ্ছিল। তার প্রতিবাদে সোচ্চার হয় জুবিনের ভক্তরা। এলাকায় জড়ো হয়ে অভিযুক্ত পাঁচজনকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে থাকে। হামলাকারীদের সকলেরই অভিযোগ, ‘বাকসার নয়া সেই জেলে শুধুমাত্র ওই পাঁচজনেরই থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভালো পরিষেবাও রয়েছে।’ জুবিনের খুনের পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের এহেন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ারই বিরোধিতায় সরব হন প্রয়াত শিল্পীর ভক্তরা। তাঁদের অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার।
ওই পাঁচ অভিযুক্তরা হলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের মূল আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, গায়কের তুতো ভাই তথা পুলিস অফিসার সন্দীপন গর্গ এবং তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা অফিসার নন্দেশ্বর বোরা ও প্রবীণ বৈশ্য। কামরূপের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নিদের্শেই ওই পাঁচজনকে এদিন বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আদালতেই নির্দেশেই ওই পাঁচজনকে অপেক্ষাকৃত কম বন্দি আছে এমন জেলে স্থানান্তর করা হচ্ছিল। তখনই জুবিন ভক্তরা ক্ষেপে গিয়ে বিক্ষোভ শুরু করেন। গত ৩ অক্টোবর জুবিনের ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহান্তকেও গ্রেফতার করেছে পুলিশ।