ডায়নামিক ফেয়ার নয়, নতুন প্রকল্প চালু রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থায়
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: উৎসবের মরশুমে বিমান ভাড়া আকাশছোঁয়া। দিন যত এগোচ্ছে ভাড়া ততই মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। চাহিদা বেশি থাকলে তো কথাই নেই। নির্দিষ্ট রুটে টিকিটের দাম ৫০ থেকে ১০০ গুণ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় সোমবার এক বিশেষ প্রকল্প চালু করল কেন্দ্রের অধীনস্থ বিমান পরিষেবা সংস্থা অ্যালায়েন্স এয়ার। প্রকল্পের নাম, ‘ফেয়ার্স সে ফুরসত’। বিমানের ভাড়া স্থির রাখার লক্ষ্যে এই বিশেষ পদক্ষেপ। দিনের দিন টিকিট কাটলেও দাম বৃদ্ধির আশঙ্কা থাকবে না। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু থাকবে এই প্রকল্প। নির্দিষ্ট কিছু রুটে মিলবে পরিষেবা। এই পর্বে যাত্রীদের প্রতিক্রিয়া ও প্রকল্পের কার্যকারিতা খতিয়ে দেখা হবে। বিবৃতি অনুযায়ী, মূলত ছোট শহরের যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু। উপস্থিত ছিলেন অ্যালায়েন্স এয়ারের চেয়ারম্যান অমিত কুমার সহ আরও অনেকে। অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর কথায়, ‘ইতিমধ্যে বিমানবন্দরগুলিতে আমরা উড়ান যাত্রী কাফে চালু করেছি। এর ফলে বিমান যাত্রা মানুষের সাধ্যের মধ্যে চলে এসেছে। এবার ফেয়ার্স সে ফুরসতের মাধ্যমে চিন্তা না ছাড়া যাত্রা করতে পারবেন মানুষ।’