• রাজধানীতে সময় মেনে সবুজ বাজি ফাটানোয় অনুমতি সুপ্রিম কোর্টের
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষমেশ নিয়ন্ত্রিত আকারে রাজধানী দিল্লি সহ ন্যাশনাল ক্যাপিটল রিজিজন (এনসিআর) অঞ্চলে আতশবাজি ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে তা স্রেফ পরিবেশবান্ধব সবুজ বাজি (গ্রিন ক্র্যাকারস)। আগামী ২০ অক্টোবর দীপাবলি। তাই সেদিন এবং তার আগেরদিন অর্থাৎ শুধুমাত্র ১৯ এবং ২০ অক্টোবরই এই আতশবাজি ফাটানো যাবে। বিক্রি করা যাবে ১৮-২০ অক্টোবর। স্পষ্ট আকারে বুধবার তার নির্দেশে জানিয়ে দিল দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। 

    সর্বোচ্চ আদালতের নির্দেশ, ওই দু’দিন সকাল ৬-৭ টা এবং রাতে ৮-১০টা বাজি ফাটানো যাবে। অন্যথায় সংশ্লিষ্ট অথরিটি, পুলিস প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। বাজি কেনার ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। নির্দেশে বলা হয়েছে, ন্যাশনাল এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়াররিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি)র তালিকাভূক্ত সবুজ বাজি বিক্রেতারাই কেবলমাত্র বাজি বিক্রি করতে পারবে। দিল্লি-এনসিআরের বাইরে থেকে বাজি আনা চলবে না। বেআইনিভাবে কোনও ব্যবসায়ী বাজি বিক্রি করছে বলে ধরা পড়লে তার ব্যবসার লাইসেন্স বাতিল হয়ে যাবে। অনলাইনে আতশবাজি কেনা যাবে না। 

    অন্যদিকে, এমত পরিস্থিতিতে দিল্লির পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যদি অনুমতি দেয় তাহলে আমরা আগামী দু’ তিনদিনে কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি ঝরাতে প্রস্তুত। গত কয়েকদিন দিল্লিতে দূষণ ক্রমশ বাড়ছে বলেই রিপোর্ট। তারই মধ্যে আসছে দীপাবলি। ফলে বাতাসে দূষণ কণা বাড়বে, একপ্রকার ধরেই নেওয়া যায়। তাই দিল্লির বিজেপি সরকার কৃত্রিম বৃষ্টি ঝরিয়ে দূষণ কমাতে প্রস্তুত। 
  • Link to this news (বর্তমান)