• বিজয়ের দীর্ঘ বিলম্বেই দুর্ঘটনা, পদপিষ্ট কাণ্ডে দাবি স্ট্যালিনের
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দক্ষিণী তারকা তথা রাজনীতিবিদ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার দায় বিজয়ের ঘাড়েই চাপালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এক কে স্ট্যালিন। এব্যাপারে বুধবার বিধানসভায় তিনি বলেছেন, সভায় প্রায় সাত ঘণ্টা দেরিতে এসেছিলেন টিভিকে প্রতিষ্ঠাতা। এই দীর্ঘ বিলম্বের কারণে সভাস্থলে ভিড় বাড়তে থাকে। একটা সময় সেই ভিড় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

    ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য মোট ৪ কোটি ৮৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আলাদাভাবে কমিশন ও বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এরইমধ্যে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, বিজয়ের সভায় লোকজনের জন্য খাবার, পর্যাপ্ত জল বা শৌচালয়ের কোনও ব্যবস্থা ছিল না। টিভিকে’র পক্ষ থেকে দুপুরে সভার কথা বলা হয়। কিন্তু বিজয় পৌঁছন সাত ঘণ্টা পরে। এই দীর্ঘ অপেক্ষার কারণে যেমন ভিড় বাড়ে, তেমনি অনেকে অসুস্থও হয়ে পড়েন। তারমধ্যে ঘটে যায় পদপিষ্টের ঘটনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সভায় অব্যবস্থার জন্য বিজয়ের দলকে কড়া আক্রমণ করেন স্ট্যালিন। 
  • Link to this news (বর্তমান)