নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্রাছাড়া ভিড়ের কারণে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত তা জারি থাকবে। তবে শুধুমাত্রই নিউদিল্লি স্টেশনে নয়। নর্দার্ন রেলের আওতাভুক্ত দিল্লি জংশন, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনেও একইভাবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপাবলি এবং ছটের কারণে নিউদিল্লি সহ নর্দার্ন রেলের উল্লিখিত স্টেশনগুলিতে মাত্রাছাড়া ভিড় হচ্ছে। তা কিছুটা আয়ত্তে আনতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।