• ফাঁসির বিকল্প পদ্ধতিতে তৈরি নয় সরকার, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: ভারতে মৃত্যদণ্ড হিসেবে ফাঁসি দেওয়া হয়। তবে অনেকের কাছেই তা অত্যন্ত নিষ্ঠুর ও যন্ত্রণাদায়ক। ফাঁসির বিকল্প হিসেবে প্রাণঘাতী ইঞ্জেশকশন চালু করা হোক। এমনই দাবিতে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রতি রীতিমতো হতাশা প্রকাশ করল শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, সময় বদলেছে। কিন্তু সময়ের সঙ্গে মৃত্যুদণ্ডের পদ্ধতিতে বদল আনতে এখনও তৈরি নয় কেন্দ্রীয় সরকার।এদিন শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী ঋষি মালহোত্রা বলেন, এবার অন্তত সাজাপ্রাপ্তদের মৃত্যুর বিকল্প পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হোক। ফাঁসি দেওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক ও নিষ্ঠুর। সেই জায়গায় প্রাণঘাতী ইঞ্জেকশনে কম যন্ত্রণা সহ্য করতে হয়। বর্তমানে সেনায় এই ধরনের বিকল্প চালু রয়েছে। এরপরই সরকারের পালটা হলফনামায় জানানো হয়, এখন এই বদল সম্ভব নয়।এনিয়ে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের তরফে জানানো হয়, ফাঁসি দেওয়ার পদ্ধতি অনেক পুরোনো। সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছু বদলেছে। সমস্যা হল, নতুন কোনও পদ্ধতি গ্রহণ করতে বা এই ধরনের পরিবর্তন মেনে নিতে তৈরি নয় বর্তমান সরকার। মামলার পরবর্তী শুনানি ১১ নভেম্বর।
  • Link to this news (বর্তমান)