• ২০৪০-এর মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ভারত: ইসরো প্রধান
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • রাঁচি: টার্গেট ২০৪০। তার মধ্যেই চাঁদের মাটিতে পা রাখবেন ভারতীয়রা। সেই লক্ষ্যমাত্রা সামনে রেখেই কাজ চলছে। সব ঠিক থাকলে ২০২৭ সালেই দেশের অন্তরীক্ষে পাড়ি দেবে প্রথম মানববাহী মহাকাশযান। তাই মিশন গগনযান নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। বুধবার রাঁচি থেকে এমনই জানালেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।

    এদিন রাঁচির বিরলা ইনস্টিটিউট অফ টেকনোলজির (মেসরা) ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নারায়ণন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে একাধিক প্রকল্প নিয়ে কাজ চলছে। ২০৩৫ সালের মধ্যে ন্যাশনাল স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও ২০২৬ সালের মধ্যে তিনটি মানবহীন গগনযান মিশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই প্রথম গগনযান মহাকাশে পাড়ি দেবে। সেখানে থাকবে অর্ধমানব সদৃশ রোবট ব্যোমমিত্র।’ তিনি আরও জানান, আগামী বেশ কয়েকটি প্রোজেক্ট নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের একটি গাইডলাইনও বেঁধে দিয়েছেন। আমাদের টার্গেট - ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো।  ওই লক্ষ্য পূরণে এখন থেকে পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এদিন স্পেস সেক্টরে উদ্যোগ তথা স্টার্টআপ বৃদ্ধি নিয়েও সবিস্তারে আলোচনা করেন ইসরো প্রধান।
  • Link to this news (বর্তমান)