• ডিএম অফিস অভিযানে এসে সিঁড়িতে বসেই আন্দোলন বিজেপি বিধায়কদের
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে বিজেপির ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জেলা পার্টি অফিস থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে বিজেপি কর্মীরা আসতেই পুলিশ তাঁদের আটকে দেয়। আগে থেকেই সেখানে ছিল ব্যারিকেড। রাখা হয়েছিল জল কামান। পুলিশের সঙ্গে আলোচনার পর বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে, শীতলকুচির বিধায়ক বরেন বর্মন, দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য বিধায়করা জেলাশাসকের সঙ্গে দেখা করার জন্য অফিসে ঢোকেন। কিন্তু তাঁদের সংখ্যালঘু দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয় বলে অভিযোগ। তাঁরা ডিএম অফিসের সিঁড়ি দিয়ে উঠতে গেলে পুলিশ আটকে দেয়। শুরু হয় বচসা, ধ্বস্তাধ্বস্তি। পরে সিঁড়িতেই বসে পড়েন তাঁরা। 

    বিজেপি নেতৃত্ব দাবি করে, জেলাশাসকের সঙ্গে অথবা তাঁর দপ্তরের কোনও আধিকারিকের সঙ্গে তাঁরা দেখা করবেন। তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। তাই তাঁরা ঘণ্টা খানেক সিঁড়িতেই বসে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও আধিকারিকের সঙ্গেই তাঁরা দেখা করতে পারেননি। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্ব। এর আগেও বেশ কয়েকবার বিজেপি নেতৃত্ব জেলাশাসকের সঙ্গে দেখা করতে এসে দেখা করতে পারেনি। যা নিয়ে তাঁদের আগে থেকেই ক্ষোভ ছিল। এদিন জেলাশাসকের সঙ্গে দেখা করতে না পেরে তাঁরা সেই ক্ষোভও উগরে দেন। 

    তুফানগঞ্জের বিধায়ক বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। এসব জানাতেই এসেছিলাম। জেলাশাসক অফিসে বসে আছেন অথচ দেখা করলেন না। আসলে কোনও দায়বদ্ধতা নেই। এখানে আইনের শাসন নেই। আমাদের আন্দোলন চলবে। বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, যতদিন পর্যন্ত এই জেলাশাসক এখানে থাকবেন ততদিন পর্যন্ত আমরা তাঁর কাছে আর স্মারকলিপি দিতে আসব না। 

    এ বিষয়ে জানার জন্য কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনাকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।  সিঁড়িতে বসে বিজেপি নেতৃত্ব। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)