• হবিবপুর ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনিতে জেলা নেতৃত্ব, সম্প্রীতি নষ্ট করে বাংলা ভাগের চক্রান্ত বিজেপির, তোপ মৌসমের
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: চক্রান্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে বিজেপিকে তোপ রাজ্যসভায় তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নুরের।

    বুধবার হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের বিজয়া সম্মিলনি হয়। ব্লকের প্রায় ৯৪ টি দুর্গাপুজো কমিটি সহ এলাকার বিশিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার, পুরাতন মালদহ পুরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ নেতৃত্ব। মৌসম এদিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। এর বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। সাঁওতালি নাচের মাধ্যমে অতিথি আপ্যায়ণ থেকে শুরু করে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্লক নেতৃত্বকে সাধুবাদ জানায় জেলা তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৬ সালে বিধানসভা ভোটের প্রচারে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার ডাক দেন তাঁরা।  এলাকায় বিজেপির বিধায়ক ও সাংসদ থাকা সত্ত্বেও কোনও উন্নয়নমূলক কাজ করেন না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। হবিবপুর বিধানসভা এলাকায় সার্বিকভাবে প্রকৃত উন্নয়ন করতে হলে একমাত্র তৃণমূল বিধায়ককে জেতানো প্রয়োজন বলে জানান নেতানেত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন দলের কর্মীরা। প্রত্যেককে মিষ্টিমুখ করানোর পর বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়।হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার বলেন, বিজয়া সম্মিলনীর মাধ্যমে এলাকার ১০৯ টি ক্লাবকে স্মারক দিয়ে সম্মান জানানো হয়েছে। তাছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে ব্লক তৃণমূল নেতৃত্বকে এক ছাদের নীচে আনা হয়েছে। সংঘবদ্ধভাবে দলের দায়িত্ব পালনের বিষয়ে কর্মীদেরও বলা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)