• হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালীপুজোয় ডমরু প্রদর্শনী
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: কাশীর জনপ্রিয় ডমরু প্রদর্শনীর মাধ্যমে এবছর শ্যামাপুজোর উদ্বোধন হবে হেমতাবাদ বিদ্রোহী ক্লাবে। এবছর তাদের পুজো ৪৬ তম বর্ষে। কাঁশফুল, পাখা, ফুল, বাঁশ, কাঠের কারুকার্যে সাজানো হবে দেবীর স্থায়ী মন্দির। সঙ্গে থাকবে বাহারি আলোকসজ্জা।

    বিদ্রোহী ক্লাবের পরিচালনায় চারদিনের দীপাবলি উৎসবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির পাশাপাশি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। এবছর তাদের পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। হেমতাবাদ বিদ্রোহী ক্লাবের সম্পাদক রাজু চৌধুরী বলেন, আমাদের কালী মায়ের স্থায়ী মন্দির রয়েছে। সেখানে সারাবছরে পাথরের তৈরি কালী মূর্তির পুজো হয়। কালীপুজোর সময় আমরা বিভিন্নভাবে মন্দির সাজাই। এবছর চন্দননগরের শিল্পীরা কালীমন্দির সাজিয়ে তুলবেন। পাশাপাশি হিলির শিল্পীরা  রয়েছেন আলোকসজ্জার দায়িত্বে।  শুধু পুজোই নয়, প্রতিবছর এই ক্লাব এলাকার প্রতিভা খুঁজতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে। চারদিনের উৎসবে আবৃত্তি, সঙ্গীত, অঙ্কন, নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। সেইসঙ্গে কাশী থেকে আসবেন পূজারীরা। তারা ডমরু প্রদর্শনী করবেন। মুম্বই থেকে সঙ্গীতশিল্পীরা আসবেন। এছাড়াও থাকবে ম্যাজিক শো। শিশুদের জন্য থাকছে র‍্যাম্প শো। পুজো কমিটির সম্পাদক অসীম বিশ্বাস বলেন, আমরা প্রতিবছরই সামাজিক কাজকর্ম করি। এবারও আমরা পুজোয় বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির করব। পুজোর আগে শোভাযাত্রা হবে। যেখানে হেমতাবাদের সবাই অংশ নেবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করবে।
  • Link to this news (বর্তমান)