• গ্যারাজের মালিক ও কর্মী আটক, পলাতকের খোঁজ, চোরাই স্কুটার বন্ধক রেখে ২০ হাজার টাকা নিয়ে বেপাত্তা
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • তারক চক্রবর্তী, শিলিগুড়ি: সম্পত্তি বন্ধক দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার নতুন কৌশল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় এমন অভিযোগ জমা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুটার বন্ধক দিয়ে টাকা নিয়েও নির্দিষ্ট সময়ের পর সুদ-আসল মেটানো হচ্ছিল না। এদিকে, তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্কুটারটি চোরাই। তারপরই হইচই পড়ে যায়। 

    শিলিগুড়ি শহরের একটি গ্যারাজের কাছেই বাড়ি সুদে টাকা ধার দেওয়া এক ব্যক্তির। ওই গ্যারাজের মালিক ও কর্মীর কাছে নিজের স্কুটার দাবি করে এক ব্যক্তি সম্প্রতি ২০ হাজার টাকা ধার চেয়েছিল। কিন্তু গ্যারাজের মালিক ও কর্মী তাদের গ্যারাজের পাশেই বাড়ি সুদ কারবারিকে দেখিয়ে দেন। গ্যারাজের কর্মীর মাধ্যমে স্কুটার বন্ধক রেখে ২০ হাজার টাকা দেন ওই ব্যক্তি। কিন্তু প্রায় আটমাস হয়ে গেলেও সেই টাকা কিংবা সুদ কিছুই না পেয়ে সুদের কারবার চালানো ওই ব্যক্তি গ্যারাজ মালিক ও কর্মীকে টাকার জন্য চাপ দেন। স্কুটারটি ফিরিয়ে নিয়ে যেতে বলেন। 

    সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী স্কুটারটি ফিরিয়ে দেওয়ার জন্য সেটি নিয়ে রাস্তায় বের হন। ওই মহিলার সঙ্গে দেখা হয় তাঁর এক পরিচিতের। এরপরই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। মহিলার পরিচিত ব্যক্তি স্কুটার দেখে জানান, সেটি তাঁর চুরি যাওয়া স্কুটার। তিনি ওটা কোথায় পেলেন! এ নিয়ে তিনি থানায় অভিযোগও জানিয়েছেন। অবস্থা বেগতিক হচ্ছে বুঝতে পেরে ওই মহিলা স্কুটারটি ফিরিয়ে দেন। 

    এরপরই বুধবার এনজেপি থানায় গিয়ে গোটা বিষয়টি পুলিশকে জানান তাঁরা। পুলিশ তদন্তে নামে এবং গ্যারাজের মালিক ও কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। তারা স্কুটারটি কোথায় পেয়েছিল, তারাই কী চুরি করেছে না কি চোরাই স্কুটার-বাইক তারা হাতবদল করে, এসবই খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। 

    তদন্তে পুলিশ জেনেছে, যে স্কুটারটি গ্যারাজ মালিক ও কর্মীর হাতে এসেছিল সেটা কয়েকমাস আগে এনজেপি থানার অধীন গেটবাজার থেকে চুরি হয়েছিল। পুলিশ স্কুটারের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও পায়নি। তদন্তের খাতিরে ওই সুদ কারবারি এবং তাঁর স্ত্রীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, এমন একটা ঘটনা হয়েছে শুনেছি। তবে আমাদের কাছে এ নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ এলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে চুরি যাওয়া একটি স্কুটার উদ্ধার হয়েছে। সেটার প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

    র্ী প্রতীকী ছবি।
  • Link to this news (বর্তমান)