• সামশেরগঞ্জে ১২নম্বর জাতীয় সড়কে অভিযান, ছ’লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার দেওর-বউদি সহ ৩
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: ফের জালনোট উদ্ধার হল সামশেরগঞ্জে। দেওর, বউদি ও তাদের এক শাগরেদ ওই জালনোট নিয়ে যাচ্ছিল হাতবদলের উদ্দেশ্যে। তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের ১২ নম্বর জাতীয় সড়কে তারাপুরে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে ছ’ লক্ষ টাকার জাল নোট সহ মরিয়াম বিবি, তার দেওর বেলাল হোসেন ও এক সঙ্গী খাবির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সকলের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার বৈদ্যনাথপুর গ্রামে। জাল নোটগুলি ধৃতরা মালদহ থেকে নিয়ে আসছিল। নোটগুলো তারা হাতবদলের উদ্দেশ্যে নিয়ে আসে বলে প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তবে জাল নোটগুলি তারা কোথা থেকে আমদানি করেছে ও ঠিক কাকে হাতবদলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সেসব তথ্য উদ্ধার করতে পুলিশ ধৃতদের জেরা করবে বলে জানা গিয়েছে। ধৃতদের বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেছেন বিচারক।

    এ প্রসঙ্গে জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সৌম্যজিত বড়ুয়া বলেন, পুলিশের কাছে আগাম খবর ছিল। সেই মোতাবেক সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ছ’ লক্ষ টাকার জাল নোট পাওয়া গেলে তাদের গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন তারাপুরে বাস থেকে নামে এক মহিলা ও দুই যুবক। ঝাড়খণ্ডের এক এজেন্টকে সেখানেই জাল নোটগুলি হাতবদলের কথা ছিল। ঝাড়খণ্ডের এজেন্টের সেখানেই আসার ছিল। তারজন্য তারা অপেক্ষা করছিল। এজেন্টকে টাকাগুলো দিয়ে ট্রেন ধরে মালদহে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে মোট ছ’ লক্ষ টাকা পাওয়া যায়। ইতিপূর্বে একাধিক জাল নোটের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতেই মহিলাদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে কারবারিরা। কারণ, মহিলাদের সাধারণত সন্দেহের বাইরে রাখে পুলিশ। যদিও এ ক্ষেত্রে কারবারিদের সেই পরিকল্পনা খাটেনি। বাজেয়াপ্ত হওয়া জাল নোটগুলি খালি চোখে দেখলে আসল নকলের ফারাক করা সাধারণ মানুষের পক্ষে কঠিন। পুলিশ ধৃতদের চেপে ধরতেই তারা স্বীকার করে যে, নোটগুলি নকল।

    প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ানের কলাবাগান গঙ্গার ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে দুই লক্ষ জাল নোট সহ এক মহিলা ও তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। গত ৭২ ঘণ্টার মধ্যে মোট আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করল সামশেরগঞ্জ থানার পুলিশ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)