• ঝাড়গ্রামে লুপ্ত হতে চলা দেওয়ালি পুতুলের পুনরুজ্জীবনে উদ্যোগ
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্ৰাম: জঙ্গলমহলে কালীপুজোর রাতে বাড়ি, বাড়ি দেওয়ালি পুতুল জ্বালানো হয়। পুতুলের মাথার উপর প্রসারিত দুই হাতে পাঁচ থেকে চোদ্দো প্রদীপ থাকে। অনেক গবেষকের মতে, জৈন ধর্মের দীপালিকা উৎসবের সঙ্গে এই দেওয়ালি পুতুলের ইতিহাস জড়িয়ে। ঝাড়গ্রাম জেলার হস্তশিল্প বিভাগ লুপ্ত হতে বসা এসব দেওয়ালি পুতুলের শিল্পের পুনরুজ্জীবনের উদ্যোগ নিচ্ছে। জেলা হস্তশিল্প বিভাগের আধিকারিক তারাপদ সুর বলেন, বৈতা গ্ৰামের দেওয়ালি পুতুল শিল্পের পুনরুজ্জীবনের পরিকল্পনা চলছে। কিছুদিনের মধ্যে গ্ৰামের কুম্ভকার সম্প্রদায়কে নিয়ে আমরা আলোচনায় বসব। ঝাড়গ্রাম জেলার বৈতা গ্ৰামের বাসিন্দারা এখনও দেওয়ালি পুতুল তৈরি করেন। কালীপুজোর আগে থেকে এই পুতুল বানানো হয়। ঝাড়গ্রামে তৈরি পুতুলের নিম্নাঙ্গে নানা ধরনের ফুল আঁকা ঘাগড়া জাতীয় পোশাক থাকে। দেওয়ালি পুতুলের মাথার উপরে প্রসারিত দু’হাত। দুই হাতের সঙ্গে জুড়ে রয়েছে প্রদীপ। পুতুলের অর্ধাঙ্গে উত্তর ভারতের পোশাকের চিহ্ন কেন, গবেষকদের কাছে তা আজও বিস্ময়ের। দক্ষিণবঙ্গের শেষ প্রান্তের জেলাগুলিতে এই দেওয়ালি পুতুলের চল বেশি দেখা যায়। একদল গবেষকের মতে, জৈন ধর্মের ‘দীপালিকা’ উৎসবের সঙ্গে দেওয়ালি পুতুলের যোগ থাকতে পারে। সারা ভারতে দীপাবলী উৎসবের সময় জৈনরা  ‘দীপালিকা উৎসব পালন করেন। খ্রীষ্টপূর্ব যুগে জৈনরা রাঢ়বঙ্গে প্রবেশ করেছিল। জৈনদের ৪টি শাখা পৌন্ড্রবর্ধন, কোটিবর্ষীয়, তাম্রলিপ্তিকা ও দাসী খর্বটিকারা বাংলাজুড়ে ছড়িয়ে পড়েছিল। চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর মহাবীর পূর্ণিমায় মোক্ষলাভ করেন। জৈন সম্প্রদায় মহাবীরের নির্বাণ উপলক্ষ্যে দীপালিকায়া (শরীর ত্যাগকারী আলো) বা দীপালিকার উদযাপন করেন। আবার জঙ্গলমহলের সরাক সম্প্রদায় দেওয়ালি পুতুলের প্রদীপ জ্বালিয়ে আজও শেষ মহাবীরকে শ্রদ্ধা জানান। গবেষক সুশীল কুমার বর্মন বলেন, জঙ্গলমহলজুড়ে জৈনদের বহু ভগ্ন মন্দির আছে। জৈন তীর্থঙ্করদের হাত ধরেই বাংলার জঙ্গলমহলের নদী তীরবর্তী এলাকায় এই জৈনদের বাস ছিল। জৈনদের সংস্কৃতি পরবর্তী কালে বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে যায়।  বৈতা গ্ৰামের কুম্ভকার খোকন দাস বলেন, বংশ পরম্পরায় আমরা দেওয়ালি পুতুল তৈরি করি। পাশের জেলাগুলিতে পুতুলের গড়নে পরিবর্তন হলেও এখানে কোনও বদল হয়নি। রীতি মেনেই পুতুল তৈরি হয়। প্রদীপের সংখ্যা অনুযায়ী এই দেওয়ালি পুতুলের দাম হয়। দাম ৩০ থেকে ৬০ টাকার মধ্যে চলাফেরা করে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)