• কড়িধ্যায় স্বর্ণ ব্যবসায়ীর সোনা ও নগদ দেড় লক্ষ টাকা ছিনতাই, বাইকে ধাক্কা, মাটিতে পড়ে যেতেই উধাও ব্যাগ
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিউড়ি শহর সংলগ্ন কড়িধ্যা এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে নিজের দোকানে যাচ্ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। দোকানে পৌঁছনোর আগেই তাঁর বাইকে অন্য একটি বাইক ধাক্কা মারে। সামলাতে না পেরে বাইক থেকে মাটিতে পড়ে যান ওই ব্যবসায়ী। উঠে দেখেন, তাঁর সঙ্গে থাকা ব্যাগটি উধাও, বাইকটিও নেই। মুহূর্তের মধ্যে মাথায় আকাশ ভেঙে পড়ে ওই ব্যবসায়ীর। ওই ব্যাগেই প্রায় ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় লক্ষ টাকা ছিল। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণ পাত্র নামের ওই ব্যবসায়ীর বাড়ি কড়িধ্যা এলাকাতেই। তাঁর দোকানটি রয়েছে কড়িধ্যা হাটতলার কাছে। 

    ব্যবসায়ী জানান, প্রতিদিন রাতে দোকান বন্ধ করার সময় তিনি সোনা এবং নগদ টাকা বাড়িতে নিয়ে আসেন। সকালে দোকান খোলার সময় আবার তা বাড়ি থেকে নিয়ে যান। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ব্যবসায়ী দোকান খুলতে যাচ্ছিলেন। দোকানে পৌঁছনোর কিছুটা আগেই একটি বাইক একেবারে উল্টো দিকে থেকে এসে তাঁকে ধাক্কা মারে। বাইককে দু’জন ছিল। একজনের মাথায় হেলমেট ছিল, অন্যজনের মুখে মাস্ক ছিল। তিনি বলেন, বাইকটি ভুল দিকে এসেই আমাকে ধাক্কা মারে। আমি বাইক থেকে পড়ে যাই। উঠে দেখি সোনা ও নগদ টাকার ব্যাগটি নেই। বাইক আরোহীরাও চম্পট দিয়েছে। বুঝতে পারি আমার সর্বস্ব ছিনতাই করার জন্যই আমাকে ওভাবে ধাক্কা মারা হয়েছিল। ব্যবসায়ীর দাবি, ব্যাগে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং ২০০ গ্রাম হলমার্কের সোনা ছিল। ওই সোনার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই ঘটনার পরেই ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আতঙ্ক ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। গোটা ঘটনার বিবরণ দিয়ে থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যবসায়ী। এনিয়ে এলাকার ব্যবসায়ী মহলেও ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। পুলিশকে বিঁধতে ছাড়ছেন না বিরোধীরাও। 

    যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজে দুই দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। একটি সূত্রের দাবি, ওই ব্যবসায়ীর গতিবিধির উপর দীর্ঘদিন ধরেই নজর রেখেছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা জানত, প্রতিদিন সকালে ওই ব্যবসায়ী দোকানে নগদ টাকা ও সোনা নিয়ে দোকানে আসেন। সেই কারণেই কয়েক সেকেন্ডের মধ্যে গোটা অপারেশন সেরে চম্পট দেওয়া সহজ হয়েছে। তবে, শহর ও শহর সংলগ্ন এলাকায় এই ধরনের ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয়। কিছু ক্ষেত্রে পুলিশ তার কিনারা করতে পারলেও বহু ক্ষেত্রেই কিনারা হয়নি। গত মাসেই সিউড়ির সুভাষপল্লি এলাকায় চলন্ত বাইক থেকে এক বয়স্ক মহিলার গলার হার ছিনতাই করে দুষ্কৃতীরা। যদিও দুষ্কৃতীরা অধরাই থেকে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

    করিধ্যার বাসিন্দা দেবজ্যোতি দত্ত বলেন, আমরা এই ধরনের ঘটনায় অভ্যস্ত নই একদমই। অথচ সিউড়ি শহর ও সংলগ্ন এলাকায় চুরি, ছিনতাই, খুনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে। এর শেষ কোথায় আমরা জানি না।  সিউড়িতে ছিনতাই ঘটনার সিসি ক্যামেরার ছবি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)