হুগলি গ্রামীণে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সফল অভিযান পুলিশের
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিষিদ্ধ শব্দবাজি রুখতে হুগলি গ্রামীণ পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। মঙ্গলবার রাতে হুগলির চণ্ডীতলা থেকে ধনেখালি, হরিপাল থেকে মগরা, বিস্তীর্ণ এলাকায় গ্রামীণ পুলিশের সংশ্লিষ্ট থানার পুলিশ অভিযান করেছে। ডিএসপি (ডি অ্যান্ড টি), এসডিপিও পদমর্যাদার অফিসাররা ওই সব অভিযানে নেতৃত্ব দিয়েছেন। পুলিশের শীর্ষকর্তাদের দাবি, শব্দবাজি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই শীর্ষস্থানীয় পদাধিকারীদের ময়দানে নামানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলা, ধনেখালি, পাণ্ডুয়া ও মগরা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক বাজি বিক্রেতা ও নিষিদ্ধ বাজির মশলা সরবরাহকারীদের পুলিশ গ্রেফতারও করেছে। পুলিশ জানিয়েছে, মগরা থেকে সঞ্জিত কর্মকার ও চণ্ডীতলা থেকে মাধাই নাথ নামে দু’জনকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বেগমপুরের মনসাতলার বাসিন্দা মাধাই নাথের বাড়ি থেকে প্রায় আড়াইশো কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, ধনেখালি থেকেও আড়াইশো কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে সোম ও মঙ্গলবার রাতের অভিযান সফল হয়েছে। আমরা ধারাবাহিকভাবে অভিযান চালাব। নিষিদ্ধ বাজি রুখতে সব থানাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই সক্রিয় ভূমিকার বিপুল প্রশংসা শোনা গিয়েছে হুগলির বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের কর্তাদের মুখে। মঞ্চের অন্যতম কর্মকর্তা গৌতম সরকার বলেন, পাড়ায় পাড়ায় নিষিদ্ধ বাজি নিয়ে প্রতিরোধ হচ্ছে। সেইসঙ্গে পুলিশ কর্তাদের কঠোর মনোভাব ও ধারাবাহিক অভিযান, প্রশংসার দাবি রাখে। আশা করি, এবার আলোর উৎসবে শব্দদানবের দাপট রুখে দিয়ে পুলিশ কর্তারা নজির গড়বেন।