• তৎপর ব্যাংক, প্রতারকদের ২৫ লক্ষ টাকা পাঠানোর আগেই শিক্ষিকাকে রুখল পুলিশ
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতারকদের খপ্পরে পড়ে খুইয়েছিলেন দুই লক্ষ টাকা। তবে সেখানেই শেষ নয়, হুমকির ফলে গচ্ছিত ২৫ লক্ষ টাকাও প্রতারকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা। কিন্তু ব্যাঙ্কের থেকে খবর পেয়ে ওই বিপুল পরিমাণ টাকা উঠে যাওয়ার আগেই রুখে দিল গোবরডাঙা থানার পুলিশ। এমন ‘মহাবিপদ’ থেকে বেঁচে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন গোবরডাঙার ভারতী নন্দী। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙার খাটুরা এলাকাতেই থাকেন ৭২ বছরের বৃদ্ধা ভারতী। তিনি সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। গত ১৩ অক্টোবর একটি অচেনা নম্বর থেকে ভারতীদেবীকে ফোন করা হয়। অপরপ্রান্ত থেকে দিল্লি সাইবার ক্রাইম থানার পুলিশ পরিচয় দিয়ে ভারতীকে বলা হয়, আপনার নামের ফোনের সিম কার্ড অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হয়। ডিজিটাল অ্যারেস্টের ভয়ে ওই দিনেই প্রতারকদের পাঠানো অ্যাকাউন্টে দু’লক্ষ টাকা দিয়ে দেন ভারতীদেবী। কিন্তু এরপরই ভিডিও কলের মাধ্যমে প্রতারকরা ডিজিটাল অ্যারেস্ট ভয় দেখিয়ে আরও টাকার দাবি করেন। ভীত হয়ে পরের দিন ব্যাঙ্কে এসে ২৫ লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান বলে ব্যাঙ্ককর্মীকে জানান।       এদিকে, এত পরিমাণ টাকা একসঙ্গে ট্রান্সফার করতে চাওয়ায় ব্যাঙ্ক অফিসারদের সন্দেহ হয়। তাঁরা খবর দেন গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষকে। তড়িঘড়ি পুলিশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পৌঁছয়। শেষে পুলিশের চেষ্টাতেই ২৫ লক্ষ টাকা সাইবার প্রতারণার হাত থেকে রেহাই পেলেন ৭২ বছরের ভারতী নন্দী। প্রসঙ্গত, প্রতারকদের নিত্যনতুন কৌশল থেকে সকলকে রেহাই দিতেই মাসখানেক আগে ব্যাঙ্ককর্মীদের নিয়ে বৈঠক করেন গোবরডাঙার থানার পুলিস অফিসাররা। সেখানে তাঁরা বলেন, কোনও সন্দেহজনক লেনদেন লক্ষ্য করলে ব্যাঙ্ককর্মীরা বিষয়টি যেন থানায় জানান। সেই বৈঠকের ফলও মিলল বলেই দাবি পুলিশের।

    অন্যদিকে বারাসতের নওপাড়া বাসিন্দা পরিতোষ গুহকে ৮ সেপ্টেম্বর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসার পরিচয় দিয়ে ফোন করেন এক ব্যক্তি। বলা হয় এটিএম কার্ড আপডেট করাতে হবে। নাহলে কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। কথায় কথায় ফোনে আসা ওটিপি শেয়ার করেন পরিতোষ। রাতেই বৃদ্ধর তিনটি অ্যাকাউন্ট থেকে ১১ লক্ষ ১২ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক। ৯ সেপ্টেম্বর পরিতোষ বারাসত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে মঙ্গলবার রাতে মধ্যমগ্রামের মাইকেলনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজত হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)