• ‘সোনা পরে বেরিয়েছেন কেন?’ পুলিশ পরিচয়ে বৃদ্ধার গয়না হাতাল দুষ্কৃতী
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুলিশ সেজে বৃদ্ধাকে সতর্ক করার অছিলায় সোনার গয়না হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতী। লক্ষাধিক টাকার গয়না খুইয়ে বৃদ্ধা বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতে। তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার সামনে হাজির হয়ে দুষ্কৃতী বলেছিল, ‘কালীপুজোর আগে সোনার গয়না পরে বেরিয়েছেন কেন? আমি পুলিশের বড়বাবু। একটা বাক্স দিচ্ছি গয়না ঢুকিয়ে রাখুন।’ তারপরই ৭৬ বছরের বৃদ্ধার সোনার হার ও হাতের বালা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।  

    বারাসত পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছায়া পাল। মঙ্গলবার তিনি পাড়ার মুদিখানার দোকানে যান প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। বাড়ি ফেরার পথেই বৃদ্ধাকে ডেকে কথা বলে এক ব্যক্তি। সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলে, কালীপুজোর সময় সোনার গয়না পরে কেন বেরিয়েছেন। যে কোনও সময় ছিনতাই হয়ে যেতে পারে। বৃদ্ধার সঙ্গে কথা বলার সময়ই তাঁদের সামনে চলে আসেন আরও একজন। তাঁর গলাতেও ছিল সোনার চেন। তা দেখা মাত্রই পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি তাঁর গলা থেকে সোনার চেন খুলতে বাধ্য করে। পরে কাগজে জড়ানো সোনার চেনটি ফিরিয়ে দেয় পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি। বিষয়টি দেখার পর বৃদ্ধা ছায়া পালের বিশ্বাস হয়। তিনিও সোনার চেন খুলে দেন। এরপর যুবক হাতের বালাও খুলতে বলেন বৃদ্ধাকে। কিন্তু বৃদ্ধা রাজি হননি। কিন্তু ভয় দেখিয়ে হাতের বালাও খুলিয়ে নেয় পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি। কাগজে কিছু লেখালেখি করে বৃদ্ধার হাতে একটি কাগজের প্যাকেট তুলে দেয় সে। কাগজের প্যাকেট নিয়েই বাড়িতে ফিরে আসেন বৃদ্ধা।

     বাড়িতে এসে কাগজের প্যাকেট খুলতেই অবাক তিনি। সোনার চেন, গয়নার পরিবর্তে কাগজের প্যাকেটে রয়েছে তিনটি ইটের টুকরো আর কয়েকটি ইমিটেশনের চুড়ি। পরে ঘটনাস্থলে যান বৃদ্ধা। ততক্ষণে চম্পট দিয়েছে দুই দুষ্কৃতী। বহুমূল্যের সোনার গয়না হারিয়ে বারাসত থানার দ্বারস্থ হন ছায়াদেবী। থানায় এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। বৃদ্ধা বলেন, আমি পুলিশ ভেবে বিশ্বাস করেছিলাম। তাতেই প্রায় ৩৬ গ্রাম সোনার গয়না খোয়া গেল। এখন বারাসত থানার পুলিশ ভরসা। এদিকে বারাসত থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।    নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)