নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে খিদিরপুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। মৃতের নাম মহম্মদ সনু (২৮)। জোড়াসাঁকো থানা এলাকার বাসিন্দা তিনি। মঙ্গলবার রাত ১টা নাগাদ কার্ল মার্ক্স সরণিতে খিদিরপুর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যাসাগর ট্রাফিক গার্ড ও ওয়াটগঞ্জ থানার পুলিশ। যুবককে উদ্ধার করে এসএসকেএমে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
লালবাজার সূত্রে খবর, পঞ্চানন মন্দিরের সামনে দিয়ে একটি লরি দ্রুত বেগে হেস্টিংস মোড়ের দিকে যাচ্ছিল। সামনেই ছিল একটি অটো ও একটি বাইক। দুটিকেই ধাক্কা দেয় সেটি। অটোটি উল্টে যায়, বাইকচালক ছিটকে পড়েন রাস্তায়। চালকের মাথায় হেলমেট ছিল। কিন্তু, গাড়ির ধাক্কায় ছিটকে পড়ার জন্য হেলমেট খুলে যায়। ফলে মাথায় গুরুতর আঘাত পান সনু। ঘটনার পরই সেখান থেকে পণ্যবাহী গাড়িটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায়
লরিটিকে আটকানো সম্ভব হয়। তাঁরাই ওয়াটগঞ্জ থানায় খবর দেন। পুলিশ
এসে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চালককে গ্রেফতার সহ পণ্যবাহী গাড়িটিকে আটক করেছে পুলিশ।