সংবাদদাতা, বসিরহাট: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য করেছেন। এই অভিযোগে বুধবার বসিরহাটে গ্রেফতার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমন মণ্ডল। এখন রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনি চলছে। বসিরহাটের ভ্যাবলাতেও স্যার আর এন মুখার্জি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে তেমন বিজয়া সম্মিলনি। সেখানে উপস্থিত থাকার কথা জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এই খবর প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত সুমন মণ্ডল তাঁর ব্যক্তিগত ফেসবুকে অভিনেত্রীকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।