সরাসরি নয়, ঘুর পথে চালু হচ্ছে কলকাতা লন্ডন বিমান পরিষেবা
বর্তমান | ১৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি কলকাতা: রাজ্যের তরফে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চালু হোক। এব্যাপারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি রেখেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। এমনকি বিধানসভায় একটি প্রস্তাব পাস করিয়ে কেন্দ্রকে রাজ্যের তরফে বলা হয়েছে, যাত্রী স্বার্থে কলকাতা থেকে লন্ডনের বিমান আবশ্যিক।
এখন কলকাতা থেকে দুবাই বা অন্য শহর হয়ে লন্ডন যেতে হচ্ছে যাত্রীদের। আগে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কলকাতা-লন্ডন সরাসরি বিমান ছিল। দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। এই অবস্থায় ইন্ডিগো বিমান সংস্থা লন্ডনগামী বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন সরাসরি পরিষেবা শুরু হচ্ছে না। প্রথমে কলকাতা থেকে মুম্বই তারপর মুম্বই থেকে লন্ডন। আপাতত এই রুটেই চালু হচ্ছে বিমান। ২৬ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো। ওই দিন সকাল সাড়ে নয়টায় কলকাতা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বিমান রওনা দেবে। তারপর মুম্বই থেকে পৌনে তিনটে নাগাদ ওই বিমানটি উড়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে। একই রকম ভাবে ২৬ অক্টোবর লন্ডন থেকে মুম্বই হয়ে কলকাতা আসবে বিমান।