রাশিয়া থেকে জ্বালানি না কেনার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই মোদীকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘ট্রাম্পকে ভয় পান মোদী’।
কলকাতা থেকে শুরু করে জেলার একাধিক জায়গায় বৃহস্পতিবার সকালে চলছে ইডি তল্লাশি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বালি পাচারের সঙ্গে এই তল্লাশি সম্পর্কযুক্ত।
EPFO জানিয়েছে, কোনও কর্মী যদি কর্মহীন হয়ে পড়েন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তিনি ৭৫ শতাংশ অর্থ তুলে নিতে পারবেন। এক বছরের বেশি সময় ধরে তিনি যদি কর্মহীন থাকেন, তবে ১০০ শতাংশ পিএফ তুলে নিতে পারবেন।
হরিয়ানার পুলিশ আধিকারিক সন্দীপ কুমারের আত্মহত্যার ঘটনায় এফআইআর-এ নাম প্রয়াত আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারে স্ত্রী পি অভনীত কৌরের। কী কারণে অভনীতের নাম এফআইআর-এ রয়েছে, তা স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০০১ ব্যাচের IPS অফিসার ওয়াই পূরণ কুমার নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করেন। চণ্ডীগড়ের সেক্টর ১১-য় নিজের বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। নিহত অফিসারের পকেট থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোট। তাতে তিন IAS-সহ মোট ১৫ জন আধিকারিকের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং বৈষম্যের অভিযোগ তুলেছিলেন তিনি।
ফের মেঘলা হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির আকাশ। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।